ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
করোনাভাইরাসের হানা এবার বাংলাদেশ জাতীয় দলেও। ওপেনার সাইফ হাসান করোনাভাইরাসে আক্রান্ত। শুধু তিনিই নন, ক্রিকেট বোর্ড সূত্রে জানা গেলকরোনায় আক্রান্ত হয়েছেন জাতীয় দলের ইংলিশ ট্রেনার নিকোলাস লি।
গত সোমবার বিসিবি ক্রিকেটারও সাপোর্টিং স্টাফসহ ২৪ সদস্যের করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে। তাদের মধ্যে ছিলেন ১৭ জন ক্রিকেটার ও ৭ জন সাপোর্টিং স্টাফ। এখানে মিলেছে দুঃসংবাদ। ট্রেনারের সঙ্গে এক ক্রিকেটারও কোভিড ১৯ পজেটিভ।
ক্রিকেটার সাইফের পরিবারের একাধিক সদস্য অসুস্থ ছিলেন গতকিছুদিন ধরেই। করোনার উপসর্গ, ঠাণ্ডা ও জ্বর ছিল। এ কারণেই মিরপুরের ঐচ্ছিক অনুশীলনে যোগ দেননিতিনি। বাড়ির পাশের ধানমন্ডির চার নম্বর মাঠে হালকা অনুশীলন করেন এই ওপেনার। সবশেষে যোগ দেন মিরপুরের ব্যক্তিগত ঐচ্ছিক অনুশীলনে। তারপরও মুক্তি মিলল না। বিসিবির করা প্রথম করোনা পরীক্ষায় পজিটিভ হলেন তিনি।
ট্রেনার নিকোলাস লি লম্বা বিরতি শেষে সপ্তাহ দুয়েক আগে ঢাকায় এসেছেন। গত ১৪ আগষ্ট নিজ দেশ ইংল্যান্ড থেকে ফেরার সময় দুবাইয়ে এক দফা পরীক্ষায় তার ফল এসেছিল পজিটিভ। দিন দশেকের আইসোলেশন শেষে ২৩ আগষ্ট তিনি নেগেটিভ হন। ঢাকায় ফিরে ১৪ দিনের কোয়ারেন্টিনে ছিলেন। ফের তিনি পজেটিভ।
আপাতত ঢাকায় নিজ বাসায় আইসোলেশনে থাকবেন সাইফ। মেনে চলবেন কোয়ারেন্টাইন। অক্টোবরে জাতীয় দলের টেস্ট লড়াই। তার আগে এই ধাক্কা।
নেগেটিভ হলেও তিনি ২৭ সেপ্টেম্বর শ্রীলঙ্কা গামী দলের সঙ্গী হতে পারবেন কীনা তা নিয়ে শঙ্কা থাকল।
Discussion about this post