ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
করোনাভাইরাসে আক্রান্ত হলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও বিসিবি উইমেন্স উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল। করোনা উপসর্গ থাকায় সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে তার করোনা পরীক্ষা করা হয়। এরমধ্যে বৃহস্পতিবার রাতে রিপোর্টে শফিউল করোনা পজেটিভ হন।
এ অবস্থায় করোনা পজেটিভ হলেও অসুস্থতা না থাকায় স্বাস্থ্যবিধি মেনে সিলেটে নিজ পরিবারের সঙ্গে রয়েছেন শফিউল।
শফিউল গণমাধ্যমে জানান, ‘আমার গতকাল রিপোর্ট দিয়েছে। দেখা যাচ্ছে করোনা পজেটিভ এসেছে। আমরা তো বিভিন্ন জায়গায় যাচ্ছিলাম। এক সপ্তাহ আগে একটু জ্বর হয়। ডাক্তারের পরামর্শ মেনে চলছিলাম আমি। এরপর জ্বর কমে যায়। এরপর ফের পরীক্ষা করি। আমার এখন কোন লক্ষণ নেই, জ্বরও নেই।’
শফিউলের আগে করোনায় আক্রান্ত হন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সাবেক ক্রিকেটার আশিকুর রহমান। একইসঙ্গে আক্রান্ত হন প্রিমিয়ার লিগ খেলা সাবেক ক্রিকেটার সজীব দাস।
Discussion about this post