ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
প্রাণঘাতি করোনাভাইরাস গোটা বিশ্বের জীবন যাত্রা পাল্টে দিয়েছে। অনেক কিছু শিখিয়েছে। সন্দেহ নেই করোনা পরবর্তী বিশ্ব নতুন কিছু দেখবে। বদলে যাবে চেনা কতো কিছু। ক্রীড়াঙ্গনেও সেই একই দৃশ্যপট। বেশ কিছু নিয়মে পরিবর্তন এনেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
বলা যায় পাঁচটি নতুন নিয়মের দেখা মিলবে করোনা পরবর্তী ক্রিকেটে। সবকিছু ঠিক থাকলে আসছে মাসেই দেখা মিলবে সেই নতুন দৃশ্যের।
৮ জুলাই থেকে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার সিরিজ দিয়ে ফের মাঠে গড়াবে আন্তর্জাতিক ক্রিকেট। তার আগেই ক্রিকেটের পাঁচটি নিয়মে বদল এনেছে আইসিসি।
আর সেসব হলো- করোনা সাবস্টিটিউট, বলে মুখের লালা ব্যবহারে নিষেধাজ্ঞা, অতিরিক্ত রিভিউ সিস্টেমের অনুমতি, জার্সিতে বাড়তি লোগো ও স্থানীয় আম্পায়ার দিয়ে খেলা পরিচালনা।
দিন কয়েক আগে অনিল কুম্বলের নেতৃত্বে আইসিসি প্রধান নির্বাহী কমিটির সভায় এই নিয়মের প্রস্তাব আসে। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে আইসিসি সেই নিয়ম মেনে নিয়েছে।
করোনা সাবস্টিটিউট-
অবশ্য ক্রিকেটে বদলী খেলানোর প্রচলনটা দেখা গেছে গতবছরই। তা ছিল কনকাশন সাবস্টিটিউট। মানে কেউ আহত হলে তার বদলে খেলোয়াড় বেছে নেওয়া। এবার যোগ হলো- করোনা সাবস্টিটিউট।
টেস্ট ম্যাচ চলার সময় কোন ক্রিকেটারের যদি করোনাভাইরাসের কোন উপসর্গ দেখা যায় তবে-ম্যাচ রেফারির অনুমতি নিয়ে অন্য একজনকে মাঠে নামানো যাবে। তবে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে এই নিয়ম থাকবে না।
বলে লালা ব্যবহারে নিষেধাজ্ঞা-
করোনা মুখের লালা থেকে ছড়া। এ কারণে করোনাভাইরাস পরবর্তী ক্রিকেটে এই অভ্যাসটা পাল্টাতে হবে পেসারদের। সমস্যা এটাই-ম্যাচে লালার মাধ্যমে বল উজ্জ্বল করতে পারবেন না পেসাররা। কেউ বলে লালার ব্যবহার করে ফেলেন, তাহলে আম্পায়াররা মধ্যস্থতা করে এটির সুরাহা করবেন।
এই কাজটা বারবার করলে পুরো দলকে আনুষ্ঠানিক সতর্ক করা হবে। । প্রতি ইনিংসে এক দল সর্বোচ্চ দুইবার সতর্কতা পাবে। তারপর বলে লালা ব্যবহার করলে ব্যাটিং দলকে দেয়া হবে ৫টি পেনাল্টি রান।
অতিরিক্ত রিভিউ সিস্টেম-
করোনা পরবর্তী ক্রিকেটে স্থানীয় আম্পায়ারদের দিয়ে ম্যাচ পরিচালনা করা হবে। এ কারণে ভুল সিদ্ধান্তের সংখ্যা বাড়তে পারে। এ অবস্থায় য় সব দলের জন্য বাড়তি একটি রিভিউ নেয়ার সুযোগ দেবে আইসিসি। প্রতি ইনিংসে টেস্টে দুই আর ওয়ানডে, টি-টুয়েন্টিতে একটি করে রিভিউ নিতে পারত সব দল। সামনে টেস্টে তিন ও ওয়ানডে, টি-টুয়েন্টিতে নেয়া যাবে দুইটি করে রিভিউ।
জার্সিতে বাড়তি লোগো-
সামনের ১২ মাস জার্সিতে বাড়তি লোগো ব্যবহারের অনুমতি দিয়েছে আইসিসি। যদিও ৩২ স্কয়ার ইঞ্চির বেশি হতে পারবে না। করোনার আগে সীমিত ওভারের ক্রিকেটে এটি ব্যবহৃত হলেও, টেস্টে এর অনুমতি ছিল না। তবে বাকি তিনটি লোগো ব্যবহারের নিয়ম থাকবে আগের মতো।
স্থানীয় আম্পায়ার-
এমনিতে যে কোন সিরিজ আয়োজনে অন্তত একজন নিরপেক্ষ দেশের আম্পায়ার থাকাটা বাধ্যতামূলক। কিন্তু করোনার পর স্বাগতিক দেশ চাইলে স্থানীয় আম্পায়ারদের দিয়েই ম্যাচ পরিচালনা করতে পারবে। আইসিসিই তাদের আম্পায়ার ও ম্যাচ রেফারিদের প্যানেলভুক্ত আম্পায়ারদের মধ্য থেকে ঠিক করে দেবে আম্পায়ার ও রেফারি।
Discussion about this post