ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
অনেকটা বুদ্ধি দিয়েই কাজ করেছেন তিনি। করোনাভাইরাস সংক্রমণের শুরুতে যখন আকাশে নিয়মিত উড়ছিল বিমান, তখনই চলে যান মার্কিন যুক্তরাষ্ট্রে। কয়েকটা দিন দেরি করলে স্ত্রী-সন্তান থেকে দূরেই থাকতে হতো সাকিব আল হাসানকে। কারণ তারা যে আগেই থেকেই ছিলেন মার্কিন মুল্লুকে। এরপর নিউইয়র্কে পা দিয়ে ১৪ দিন ছিলেন কোয়ারিন্টাইনে। তারপরই যোগ দেন পরিবারের সঙ্গে।
এখন করোনাকালে ভালই সময় কাটছে সাকিবের। স্ত্রী-সন্তান নিয়ে ক্রিকেটের বাইরের সময়টা মনের মতো হয়ে উঠেছে।
এরমধ্যে করোনাকালে দেশের বাইরে থাকলেও ‘সাকিব আল হাসান ফাউন্ডেশন’-এর মাধ্যমে সাধারণ মানুষের পাশেই আছেন সাকিব। গেল বিশ্বকাপে ৬০০’র বেশি রান করা ব্যাটটি নিলামে তুলে অর্থ সংগ্রহ করেন তিনি। আইসিসি নিষেধাজ্ঞা শেষ অক্টোবরে। তার আগে পরিবারের সঙ্গে মধুর সময় কেটে যাচ্ছে বিশ্বসেরা অলরাউন্ডারের।
যুক্তরাষ্ট্রে সাকিবরা যেখানে আছেন সেখানকার করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়াতে পরিবার নিয়ে ঘুরে বেড়াচ্ছেন বাংলাদেশি এই তারকা ক্রিকেটার। স্ত্রী শিশিরের সামাজিক মাধ্যমে বেশ কিছু ছবি দেখা যাচ্ছে। শুক্রবার শিশির তার ফেসবুকে সাকিবের দুটি ছবি পোস্ট করেছেন। যেখানে এক ছবিতে নৌকায় বৈঠা হাতে ‘মাঝি’র ভূমিকায় দেখা মিলল সাকিবকে।
সাকিব সামাজিক যোগাযোগমাধ্যমে তার ভেরিভায়েড পেজে শেয়ার করেন একটি ছবি। সেখানে মাস্ক পরা সাকিবকে গাড়িতে করে কোথাও যেতে দেখা যাচ্ছে তিনি।
যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের মেডিসনে আছেন সাকিব। সেখানেই গত ২৪ এপ্রিল দ্বিতীয় কন্যার জন্ম হয় সাকিবের। দুই মেয়ে আর স্ত্রীকে নিয়ে আছেন তিনি।
অক্টোবরের অপেক্ষাতেও আছেন সাকিব। আগের সেই ফর্ম নিয়ে ফিরতে চান তিনি। করোনার কারণে সতীর্থরা নেই মাঠে। দেশের হয়ে খুব বেশি খেলা মিস হলো না বিশ্বসেরা এই তারকার।
Discussion about this post