পাকিস্তান সফরে বাংলাদেশের প্রস্তাবিত পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ কমিয়ে তিন ম্যাচে নামিয়ে আনা হয়েছে। পাকিস্তানের স্থানীয় গণমাধ্যম সূত্রে এই খবর নিশ্চিত হওয়া গেছে।
লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ দল সফরকালে পাকিস্তানের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে লাহোরের ঐতিহাসিক গাদ্দাফি স্টেডিয়ামে। তবে এখনো সিরিজের নির্দিষ্ট সূচি চূড়ান্ত করা হয়নি।
প্রথমে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের পরিকল্পনা থাকলেও শেষ মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তন করে সেটিকে তিন ম্যাচে সীমাবদ্ধ করা হয়। দুবাইয়ের শারজাহতে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ এবং ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমূল আবেদীন।
মূলত ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ বাদ দিয়ে শুধুই টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। ভারত-পাকিস্তান সংঘাতের কারণে একসময় এই সফর অনিশ্চয়তায় পড়ে গেলেও যুদ্ধবিরতির পর পরিস্থিতি স্বাভাবিক হয়। পরে পিসিবি বিসিবিকে নতুন সূচি পাঠায় এবং অন্তর্বর্তী সরকারের সবুজ সংকেত পাওয়ার পর সিরিজটি আয়োজনের ব্যাপারে চূড়ান্ত সম্মতি দেয় বিসিবি।
আগামী ২৫ মে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনালের পরই শুরু হবে এই দ্বিপাক্ষিক সিরিজ। লাহোরে অনুষ্ঠিত তিন ম্যাচের এই সিরিজে লিটন দাসের দল মুখোমুখি হবে শক্তিশালী স্বাগতিক পাকিস্তান দলের।
এদিকে বাংলাদেশ দল বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে রয়েছে। সেখানে আমিরাতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে টাইগাররা। শুরুতে দুই ম্যাচের পরিকল্পনা থাকলেও বিসিবির অনুরোধে তৃতীয় ম্যাচ যুক্ত করা হয়েছে। আগামী ২১ মে এই সিরিজের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে।
Discussion about this post