ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
করোনার কালো থাবায় আপাতত স্থগিত বিশ্ব ক্রীড়াঙ্গন। তাই ক্রীড়াবিদরা এ সময়টা কাটাচ্ছেন পরিবারের সঙ্গে। এ অবস্থায় বুধবার বাবা হওয়ার সুসংবাদ দিয়েছেন মোহাম্মদ মিথুন। এর আগে মাহমুদউল্লাহ রিয়াদ ও সাকিব আল হাসান দিয়েছিলেন একই সুসংবাদ। যদিও সাকিবের ঘরে এখনো দ্বিতীয় সন্তান আসেনি। তবে সহসাই ফের বাবা হচ্ছেন তিনি।
বুধবার বিকালে কন্যা সন্তানের পিতা হন মিথুন। এর আগে ২০১৬ সালে প্রথমবার বাবা হন। পুত্র সন্তান ঘরে আসে তার। এবার কন্যা। যেন সুখী পরিবারের বিজ্ঞাপন!
ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে বুধবার কন্যা সন্তানের জন্ম দেন মোহাম্মদ মিথুনের স্ত্রী। দ্বিতীয় সন্তানের পিতা হওয়ার খবরটি নিজেই নিশ্চিত করেছেন মিঠুন। তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমার কন্যা পৃথীবিতে এসেছে। আমার স্ত্রী ও সন্তান দুজনই ভালো আছে। তাদের জন্য সবাই দোয়া করবেন।’
পরে ফেসবুকেও জানিয়েছেন এই সংবাদ। তিনি জানান, আমরা আগেই ঠিক করে রেখেছিলাম। ওর নাম নাম আমরা রেখেছি আলীশা মেহরিশ। ওর জন্য সবার কাছে দোয়া চাইছি। সেই সঙ্গে প্রার্থনা করছি বাংলাদেশের মানুষ যেন করোনার এই বিপদ থেকে দ্রুত মুক্তি লাভ করে।’
Discussion about this post