ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
গত বছরের অক্টোবরে বিভিন্ন দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছিলেন ক্রিকেটাররা। সে সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তাদের বেশিরভাগ দাবিই মেনে নেওয়ার প্রতিশ্রুতি দেয়। এরমধ্যে একটি ছিল চুক্তিব্ধ ক্রিকেটারের সংখ্যা ৩০ জরে উন্নতি করা। কিন্তু ৫ মাসের ব্যবধানে যেন ব্যাপারটি ভুলেই গেছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি। তাইতো গত পরশু বিসিবি ঘোষণা দেয়, নতুন কেন্দ্রীয় চুক্তিতে জায়গা হয়েছে ১৭ জন ক্রিকেটারের। ব্যাপারটি অবশ্য অনেকেই মেনে নিতে পারেননি। এজন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভও প্রকাশ করেছেন তারা।
বিসিবির সর্বশেষ কেন্দ্রীয় চুক্তিতে ছিল ১৮ জন ক্রিকেটার। কিন্তু গত পরশু জানা গেল, এবার দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটির চুক্তিবদ্ধ ক্রিকেটার সংখ্যা ১৭। বিসিবির এমন সিদ্ধান্তে ক্রিকেটারদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা না বললেও ক্রিকেটাররা নিজেদের মধ্যে এ নিয়ে আলোচনা করছেন।
বিসিবির নতুন কেন্দ্রীয় চুক্তি দেখার পর অনেক ক্রিকেটার এটাকে ‘বেঈমানি’ বলছেন। নাম প্রকাশে অনিচ্ছুক জাতীয় দলের একজন সদস্য এ ব্যাপারে বলেছেন, ‘এটা তো বেঈমানিই। কেউ কথা দিয়ে কথা না রাখলে সেটাকে আপনি কী বলবেন? আমরা ভাবিনি এমন কিছু হবে। কারণ বোর্ডের সর্বোচ্চ পর্যায় থেকে আমাদের কথা দেওয়া হয়েছিল। এমন সিদ্ধান্ত হতাশাজনক।’
এদিকে সাবেক একজন ক্রিকেটার এ ব্যাপারে বলেন, ‘এটা ক্রিকেটারদের সঙ্গে প্রহসন করা। যে ক্রিকেটারদের দিয়ে বোর্ড এতো সমৃদ্ধ হয়েছে, তাদের পেছনে টাকা খরচ করতে না চাওয়াটা হাস্যকর। এর চেয়ে বড়, তারা তো কথা দিয়েছিল। সেটা রাখবেন না কেন? এসবের প্রভাব যে খেলার মাঠেও পড়ে, সেটা হয়তো আমাদের বোর্ড বুঝতে পারছে না।’
ক্রিকেটারদের আন্দোলনের সময়ই নাকি তাদের জানিয়ে দিয়েছিল বিসিবি, কেন্দ্রীয় চুক্তি ৩০ জনে উন্নতি করা সম্ভব নয়। তাই দুই পক্ষের মধ্যে সে সময়ই সমঝোতা হয়েছিল বলে জানিয়েছেন সাবেক অধিনায়ক ও বর্তমানে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান, ‘কেন্দ্রীয় চুক্তির ব্যাপারে ওদের দাবি ছিল কিন্তু আমরা তখনই বলেছি এটা সম্ভব না। তিনটা ফরম্যাট মিলিয়ে খেলে ২০ জন ক্রিকেটার। ৩০জনকে কীভাবে কেন্দ্রীয় চুক্তিতে রাখবেন? ২০-২২ জন দিয়েই তিন ফরম্যাট হয়ে যায়। আপনি ৩০ জন কেন করবেন?’
এবার অবশ্য কেন্দ্রীয় চুক্তিতে ক্রিকেটার সংখ্যা বাড়ানোর চেষ্টা ছিল নির্বাচকদের। যে কারণে তারা ২৪ জন ক্রিকেটারের একটি তালিকা বিসিবিতে জমা দিয়েছিলেন। কিন্তু পরে সে তালিকা কেটে ছেটে ১৭ জন করে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি। এমনটাই জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
বিসিবির চুক্তিবদ্ধ ১৭ ক্রিকেটার
তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিথুন, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, মুমিনুল হক, নাঈম হাসান, আবু জায়েদ, ইবাদত হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, আফিফ হোসেন, মোহাম্মদ নাঈম শেখ ও সৌম্য সরকার।
Discussion about this post