ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
কুঁচকির চোটে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে একদিন আগেই ছিটকে পড়েছেন। শুধু তা-ই নয় এবার ওয়েস্ট ইন্ডিজের আসন্ন নিউজিল্যান্ড সফর থেকেও ছিটকে গেলেন তিনি। তার বদলি দলে নেওয়া হয়েছে আরেক অলরাউন্ডার মারিও শেফার্ডকে।
এবারের আইপিএলে চেন্নাই সুপার কিংসের সময়টা ভালো যাচ্ছে না। আইপিএল শেষ করেই নিউজিল্যান্ড সফরে যাওয়ার কথা ছিল ব্রাভোর। তবে দীর্ঘ সময় পর জাতীয় দলে ফেরা হলো না এই অলরাউন্ডারের।
চোটের কারণে আসন্ন নিউজিল্যান্ড সফর থেকে ছিটকে পড়াতে ব্রাভোর পরিবর্তে দলে নেওয়া হয়েছে শেফার্ডকে। চোট পাওয়ার পর আপাতত ত্রিনিদানে ফিরে যাবেন ব্রাভো। সেখানেই চোট থেকে সেরে উঠার জন্য পুনর্বাসন চালিয়ে যাবেন এই অভিজ্ঞ অলরাউন্ডার, ‘নিউজিল্যান্ড সফরের জন্য আমি মুখিয়ে ছিলাম, কারণ মার্চে শ্রীলঙ্কায় খেলার পর অনেক মাস ওয়েস্ট ইন্ডিজের জার্সি গায়ে চাপাতে পারিনি। আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নিজেদের প্রস্তুত করা নিয়েও আমরা খুব রোমাঞ্চিত। দুর্ভাগ্যজনকভাবে এই চোট আমাকে শুধু আইপিএল নয়, নিউজিল্যান্ড সফর থেকেও ছিটকে দিয়েছে।’
তিনি আরও বলেন, ‘আগামী কয়েক দিনের মধ্যে ত্রিনিদাদে ফিরে যাওয়ার ব্যবস্থা করছি আমি, সেখানেই পুনর্বাসন চালিয়ে যাব। আবার ওয়েস্ট ইন্ডিজের প্রতিনিধিত্ব করতে আমি দৃঢ়প্রতিজ্ঞ, শুধু নিজেকে আরও শক্তিশালি করে তুলতে হবে আমার।’
Discussion about this post