ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
আগামী ২০ই জানুয়ারি প্রথম ওয়ানডে দিয়ে বাংলাদেশ সফর শুরু হবে ওয়েস্ট ইন্ডিজের। এরইমধ্যে রোববার দলটি ঢাকায় পা রেখেই কোয়ারেন্টিনে ঢুকে গেছে। বাংলাদেশ দলের সঙ্গে সোনারগাঁও হোটেলে রয়েছে সফরকারীরা। আজ সোমবার কোভিড-১৯ পরীক্ষার জন্য ক্যারিবীয় দলের ক্রিকেটার, কোচ ও অন্যান্য সদস্যদের নমুনা সংগ্রহ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল টিম।
ওয়েস্ট ইন্ডিজের ৪৭ জনের নমুনা সংগ্রহের ব্যাপারে সোমবার বিসিবি চিকিৎসক মনজুরুল ইসলাম চৌধুরী বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজ দলের ক্রিকেটার, কোচিং স্টাফের সদস্য এবং তাদের সংস্পর্শে থাকবে এমন স্টাফসহ মোট ৪৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। আগামী দুই দিনে আরো একবার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে। নেগেটিভ হলে ১৪ই জানুয়ারি থেকে অনুশীলন শুরু করতে পারবে ওয়েস্ট ইন্ডিজ।’
ওয়ানডের মধ্যে ২০ জানুয়ারি সফর শুরু করবে উইন্ডিজ। এরপর তারা সিরিজের বাকি দুই ম্যাচে টাইগারদের মোকাবেলা করবে আগামী ২২ ও ২৫ জানুয়ারী। এদিকে টেস্টের দুই ম্যাচে তারা লড়বে ৩ ও ১১ ফেব্রুয়ারি।
Discussion about this post