ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
সময়টা এখন রোহিত শর্মার। টেস্ট ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে প্রথমবারের মতো ওপেনিংয়ে নেমেই জোড়া সেঞ্চুরির রেকর্ড গড়লেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আরেকটি বিশ্বরেকর্ড গড়েন এই ভারতীয় জিনিয়াস। টেস্টে এক ম্যাচে সর্বোচ্চ ছক্কা হাঁকিয়ে ইতিহাস গড়লেন তিনি। শনিবার ২৩ বছর আগের এক রেকর্ড নিজের করে নিয়েছেন ভারতের এ ওপেনার।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশাখাপত্নম টেস্টে ১৩টি ছক্কা হাঁকিয়েছেন রোহিত। এই সাফল্যে পেছনে ফেলেন ওয়াসিম আকরামের ১২ ছক্কার রেকর্ড। ১৯৯৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে শেখুপুরা টেস্টে রেকর্ডটি গড়েছিলেন পাকিস্তানের সাবেক কিংবদন্তি অলরাউন্ডার ওয়াসিম।
চলতি টেস্টে ১ম ইনিংসে রোহিত করেন ১৭৬ রান। তার ব্যাটে ছিল ছয়টি ছক্কা। দ্বিতীয় ইনিংসে নিজের তিন নম্বর ছক্কা হাঁকিয়ে গড়েন ভারতের হয়ে এক টেস্টে সবচেয়ে বেশি ছয়ের রেকর্ড। এর আগে ওয়ানডে ও টি-টুয়েন্টিতেও ভারতের হয়ে এক ম্যাচে সর্বোচ্চ বেশি ছক্কার রেকর্ড গড়েছিলেন রোহিত। এক টেস্টে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ডটি এতোদিন দখলে ছিল নভেজোৎ সিং সিধুর। ১৯৯৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে লক্ষ্ণৌ টেস্টে ৮ ছক্কা হাঁকান তিনি।
রোহিত প্রোটিয়াদের এক টেস্টে সবচেয়ে বেশি ছক্কার নতুন রেকর্ড। ম্যাচে ১৪৯ বলে ১২৭ রান করেন রোহিত। গত ২৩ বছরে আকরামের ছক্কার রেকর্ডের কাছাকাছি যান চারজন ব্যাটসম্যান। তারা হলেন-ন্যাথান অ্যাস্টল, ম্যাথু হেইডেন, ব্রেন্ডন ম্যাককালাম ও বেন স্টোকস। তাদের সবারই টেস্টে ১১টি করে ছক্কা আছে। এর মধ্যে এক টেস্টে ১১টি ছক্কা মেরেছেন দুইবার ম্যাককালাম।
বিশাখাপত্নমে দুই ইনিংস মিলিয়ে ভারতের ব্যাটসম্যানরা ছক্কা হাঁকিয়েছেন মোট ২৭টি। যা কোনো টেস্টে কোনো দলের সর্বোচ্চ।। ২০১৪ সালে শারজাতে পাকিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ডের আগের রেকর্ড ছিল ২২ ছক্কা।
Discussion about this post