ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ক্যারিয়ারে একের পর এক বিস্ময়ের জন্ম দিচ্ছেন তিনি। বয়স ৩৮ ছাড়িয়েছে। এই বয়সে সাবেকদের তালিকায় চলে যান পেসাররা। কিন্তু চমক যেন শেষই হচ্ছে না জেমস অ্যান্ডারসনের। আরও এক কীর্তি গড়লেন ইংল্যান্ডের এই পেসার। পেস বোলারদের মধ্যে ৩০ বছর পেরিয়ে সবচেয়ে বেশি উইকেট শিকারির তালিকায় কিংবদন্তি কোর্টনি ওয়ালশকে ছাড়িয়ে শীর্ষে এখন অ্যান্ডারসন।
মঙ্গলবার ভারতের বিপক্ষে চার ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ২২৭ রানে জয় তুলে নেয় ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে ১৭ রানে ৩ উইকেট নেন অ্যান্ডারসন। বয়স ৩০ পার হওয়ার পর মোট ৩৪৩টি উইকেট পেলেন এই ইংলিশ পেসার। ক্যারিয়ারের এই পর্যায়ে ওয়েস্ট ইন্ডিজ গ্রেট ওয়ালশ নিয়েছিলেন ৩৪১ উইকেট।
চেন্নাই টেস্টে মঙ্গলবার শেষ দিনে শুবমান গিলকে বোল্ড করে ওয়ালশকে স্পর্শ করেন অ্যান্ডারসন। এরপর আজিঙ্কা রাহানেকে বোল্ড করে ওঠে যান চূড়ায়।
ওয়ালশ ৩৪১ উইকেট নেন ১৪৭ ইনিংসে। অ্যান্ডারসনের নিয়েছেন ১৬৪ ইনিংসে। এরপরই আছেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাকগ্রা। ১২৯ ইনিংসে তার উইকেট ২৮৭টি।
টেস্ট ইতিহাসে প্রথম পেসার হিসেবে ৬০০ উইকেট ক্লাবে আছেন অ্যান্ডারসন। তিনি নিয়েছেন ৬১১টি উইকেট। টেস্টে পেসারদের মধ্যে এরপরই ম্যাকগ্রা, ৫৬৩টি। শ্রীলঙ্কার স্পিনার মুত্তিয়া মুরালিধরন ৮০০ উইকেট নিয়ে টেস্টে উইকেট শিকারির তালিকায় আছেন শীর্ষে। ৭০৮ উইকটে নিয়ে এরপরই অস্ট্রেলিয়ার শেন ওয়ার্ন। তৃতীয়স্থানে ভারতের অনিল কুম্বলে, ৬১৯ উইকেট। তারপরই জেমস অ্যান্ডারসন। যিনি বয়সকে হার মানিয়ে লড়ে যাচ্ছেন!
Discussion about this post