এইতো কিছুদিন আগেই অস্ট্রেলিয়ার বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন তিনি। জিতেছেন অ্যালান বোর্ডার মেডেল। তার রেশ থাকতেই ব্যাটে ঝড় তুলছেন ডেভিড ওয়ার্নার। এইতো বৃহস্পতিবার ম্যাজিক দেখালেন এই অস্ট্রেলিয়ান ক্রিকেটার। পাকিস্তানের বিপক্ষে ৭৮ বলে সেঞ্চুরি করে গড়েন রেকর্ড। আর তাতেই পাকিস্তানের বিপক্ষে ৫৭ রানে জিতেছে অজিরা।
উদ্বোধনী জুটিতে বিশ্ব রেকর্ড গড়েন ডেভিড ওয়ার্নার ও ট্র্যাভিস হেড। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ রানের জুটি গড়েছেন এই দুই বাঁহাতি ব্যাটসম্যান। তবে মাত্র ২ রানের জন্য সনাথ জয়াসুরিয়া ও উপুল থারাঙ্গার রেকর্ড স্পর্শ করা হয়নি তাদের। ২০০৬ সালের জুলাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে ২৮৬ রানের উদ্বোধনী জুটি করে বিশ্বরেকর্ড গড়েন জয়াসুরিয়া-থারাঙ্গা। ওয়ার্নার-হেড করেন ২৮৪ রানে।
অ্যাডিলেড ওভালে টস জিতে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। তারা ৭ উইকেটে ৩৬৯ রানের বড় সংগ্রহ গড়ে। জবাব দিতে নেমে পাকিস্তান তুলে ৩১২ রান। ৫৭ রানে ম্যাচ জিতে নেয় অজিরি।
সংক্ষিপ্ত স্কোর-
অস্ট্রেলিয়া: ৫০ ওভারে ৩৬৯/৭ (ওয়ার্নার ১৭৯, হেড ১২৮, স্মিথ ৪, ম্যাক্সওয়েল ১৩, ওয়েড ৮, হ্যান্ডসকম ১, ফকনার ১৮*, স্টার্ক ৬, কামিন্স ১*; আমির ১/৭১, জুনায়েদ ২/৬১, হাসান ২/১০০, ওয়াহাব ১/৬২)
পাকিস্তান: ৪৯.১ ওভারে ৩১২/১০ (আজহার ৬, শারজিল ৭৯, বাবর ১০০, হাফিজ ৩, মালিক ১০ আহত অবসর, আকমল ৪৬, রিজওয়ান ৬, আমির ১৭, ওয়াহাব ১৭, হাসান ১৩; স্টার্ক ৪/৪২, হেইজেলউড ১/৭৪, কামিন্স ২/৬০, ফকনার ১/৬০, জ্যাম্পা ১/৬১)
ফল: অস্ট্রেলিয়া ৫৭ রানে জয়ী
সিরিজ: অস্ট্রেলিয়া ৪-১ ব্যবধানে জয়ী
ম্যাচ ও সিরিজ সেরা: ডেভিড ওয়ার্নার
Discussion about this post