ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
কয়েকদিন আগেই জিম্বাবুয়েকে দাপটের সঙ্গেই টেস্টে হারিয়েছে বাংলাদেশ। সে রেশ থাকতে থাকতেই রোববার থেকে সিলেটে তিন ম্যাচের ওয়ানডে লড়াইয়ে নামবে টিম টাইগার্স। শুক্রবার তাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়ে দিল এ সিরিজের টিকিটের মূল্য।
আগামী পরশু বাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম ওয়ানডে, ৩ মার্চ দ্বিতীয়টি, তৃতীয়টি ৬ মার্চ। তিনটিই দিবারাত্রির ওয়ানডে। শুক্রবার এই সিরিজের টিকিট কোথায়, কখন পাওয়া যাবে, কোন গ্যালারির টিকিটের দামই-বা কত হবে সেটি জানিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টিকিট পাওয়া যাবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও সিলেট জেলা স্টেডিয়ামে। টিকিট কিনতে হবে সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে।
দাম সর্বনিম্ন ১০০ টাকা। যে টিকিট দিয়ে দর্শকরা ওয়েস্টার্ন গ্যালারি ও গ্রিন হিল এরিয়ার বসে খেলা দেখতে পারবেন। ইস্টার্ন গ্যালারির টিকিট ১৫০ টাকা। ক্লাব হাউস ৩০০ টাকা। আর গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট কিনতে গেলে খরচ পড়বে ১০০০ টাকা।
Discussion about this post