ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
অবশেষে ব্যাটিং পরামর্শক খুঁজে পেল বাংলাদেশ। নিল ম্যাকেঞ্জিই যোগ দিচ্ছেন বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে। তার যোগ দেওয়া নিশ্চিত হলেও এনিয়ে এখনো মুখ খুলেন নি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোন কর্তা। বুধবার মিরপুরে বোর্ড কার্যালয়ে প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজে আমাদের জাতীয় দলের সঙ্গে একজন ব্যাটিং কনসালটেন্ট যোগ দেবেন। সবকিছু চূড়ান্ত হয়ে গেছে। সবকিছু ঠিক থাকলে আমরা আশা করছি প্রথম ওয়ানডের আগেই (২২ জুলাই) মাশরাফিদের সঙ্গে তিনি যোগ দেবেন তিনি।’
আর তিনি যে দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার নিল ম্যাকেঞ্জিই তা মোটামুটি নিশ্চিত। নিজামউদ্দিন জানান, ‘২০১৯ বিশ্বকাপকে মাথায় রেখে আমরা চুক্তি করেছি। চুক্তির খুঁটিনাটি বিষয় চূড়ান্ত হলেই এনিয়ে বিস্তারিত জানাবো আমরা।’
গত বছরের জুলাই থেকে একজন ব্যাটিং উপদেষ্টা শুন্য বাংলাদেশ দল। থিলান সামারাবীরার সঙ্গে চুক্তি বাড়ায়নি বিসিবি। এ অবস্থায় ৫৮ টেস্ট আর ৬৪ ওয়ানডেতে খেলা সাবেক দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানকে পাচ্ছে টাইগাররা। সবকিছু ঠিক থাকলে ৪২ বছর বয়সী ম্যাকেঞ্জির সঙ্গে ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি করবে বিসিবি!
এদিকে জানা গেছে অক্টোবরে দেশের মাঠে জিম্বাবুয়ে সঙ্গে টেস্ট সিরিজ খেলতে পারে বাংলাদেশ। ডিসেম্বরের সিরিজ এগিয়ে আনা হতে পারে বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী।
Discussion about this post