অবশেষে প্রতীক্ষার প্রহর শেষ হচ্ছে মুস্তাফিজুর রহমানের। সর্বশেষ বাংলাদেশের জার্সি গায়ে মাঠে নেমেছিলেন ২৬ মার্চ, গত টি-টুয়েন্টি বিশ্বকাপে। তারপর গত ২২ জুলাই ন্যাটওয়েস্ট টি-টেুয়েন্টি ব্ল্যাস্টে খেলতে গিয়ে ইনজুরিতে পড়েন সাসেক্সে খেলা এই মহা তারকা। ৬ মাস পর সেই ধাক্কা সামলে আবারো মাঠে নামছেন কাটার মাস্টার।
নিউজিল্যান্ড সফরে বৃহস্পতিবারের প্রস্তুতি ম্যাচ এবং প্রথম ওয়ানডে ম্যাচের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ সদস্যের সেই দলে আছেন মোস্তাফিজুর রহমান। আফগানিস্তান সিরিজের পর দলে ফিরেছেন পেসার রুবেল হোসেন।
প্রথমবারের মতো ওয়ানডে দলে জায়গা পেলেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ, পেসার শুভাশিষ রায় এবং লেগস্পিনার তানভির হায়দার।
নিউজিল্যান্ড একাদশের সঙ্গে প্রস্তুতি ম্যাচটি বৃহস্পতিবার বাংলাদেশ সময় ভোর চারটায় শুরু হবে। ওয়াঙ্গেরির কোবহাম ওভালে ৫০ ওভারের প্রস্তুতি ম্যাচ নামছেন ‘দ্য ফিজ’।
২৬ ডিসেম্বর ক্রাইস্টচার্চে প্রথম ওয়ানডে। তারপরের দুই ওয়ানডে ২৯ ও ৩১ ডিসেম্বর। তারপর নিউজিল্যান্ডের সঙ্গে তিনটি টি-টুয়েন্টি ও দুটি টেস্ট ম্যাচ খেলবে টাইগাররা।
প্রস্তুতি ম্যাচ ও প্রথম ওয়ানডের দল-
মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, শুভাশিষ রায় এবং তানভির হায়দার।
Discussion about this post