দুঃস্বপ্নের মতো সফর এগিয়ে যাচ্ছে। শুরুতে টেস্ট সিরিজে ভরাডুবি। ২ ম্যাচ সিরিজে ০-২ এ হার। এবার টি-টুয়েন্টিতেও একই গল্প। প্রথম ম্যাচ পরিত্যক্ত। পরের দুটিতেই ওয়েস্ট ইন্ডিজের কাছে হার মানে বাংলাদেশ ক্রিকেট দল। সেই ধাক্কা সামলে উঠার সুযোগ এবার। প্রিয় ফরম্যাট ওয়ানডে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি বাংলাদেশ।
ঈদুল আজহার দিন সন্ধ্যায় উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে টাইগাররা। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায়। আর বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।
ওয়ানডেতে অনেক দিন ধরেই ভাল খেলছে বাংলাদেশ। এখানেও দল ভাল করবে এমনটাই প্রত্যাশা। ২০১৮ সালে মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে বাংলাদেশ সিরিজ জিতেছিল ২-১ ব্যবধানে। সাকিবের দলও ২০০৯ সালে জিতে ৩-০ ব্যবধানে। এবার তামিম ইকবাল কী করেন সেটা সময়ই বলে দেবে।
পবিত্র ইদুল আজহার দিন মাঠে নামবে ক্রিকেটাররা। অবশ্য গায়ানায় ঈদ হয়েছে শনিবারই। অবশ্য এটি আইসিসি ওয়ানডে বিশ্বকাপের অংশ নয় বলে এই সিরিজের উন্মাদনা অনেকটা কম।
কিন্তু অস্বস্তির খবর হলো ওয়ানডে সিরিজের দলে নেই দুই অভিজ্ঞ ক্রিকেটার সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। দুই অভিজ্ঞ ক্রিকেটারকে ছাড়া লড়াইটা সহজ হবে না। ওয়ানডে সিরিজের বাকি দুই ম্যাচ ১৩ ও ১৬ জুলাই। এরপরই দেশে ফিরবে টাইগাররা। সপ্তাহ খানেক বিশ্রামের পর দল যাবে জিম্বাবুয়ে সফরে। সেখান থেকে ফিরে শ্রীলঙ্কায় এশিয়া কাপের জন্য প্রস্তুত হতে হবে। তারপরই বিশ্বকাপ!
Discussion about this post