আরেকটি সুখবর মিলল। আগের দিনই টেস্ট র্যাংকিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলে প্রথমবারের মতো আট নম্বরে উঠে আসে বাংলাদেশ।বুধবার ঘোষিত হল আইসিসি ওয়ানডে র্যাংকিং। বার্ষিক এ র্যাংকিংয়ে ৭ নম্বরেই আছে টাইগাররা। স্বস্তির খবর হল- পয়েন্ট বেড়েছে ৩টি। ওয়ানডে র্যাংকিংয়ে মাশরাফির দলের রেটিং পয়েন্ট ৯৩। অষ্টম স্থানে থাকা শ্রীলঙ্কার রেটিং পয়েন্ট কমেছে ৭টি। তাদের রেটিং পয়েন্ট ৭৭।
অবশ্য এবারের ওয়ানডে র্যাংকিংয়ে চমক দেখাল ইংল্যান্ড। ২০১৩ সালের পর এবারই প্রথম ওয়ানডে র্যাংকিংয়ে শীর্ষে উঠে এসেছে তারা। ভারতকে টপকে উঠে এসেছে শীর্ষে। নতুন র্যাংকিংয়ে ইংল্যান্ডের ৮ পয়েন্ট বেড়েছে। এখন তাদের রেটিং পয়েন্ট ১২৫। দ্বিতীয় স্থানে থাকা ভারতের পয়েন্ট ১২২।
দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকা তিন নম্বরে নেমে গেছে। ১১৭ থেকে নেমে ১১৩ পয়েন্ট তাদের। চার নম্বরে নিউজিল্যান্ড। আরেকটু হলে তারাই উঠে যেতো তিন নম্বরে। আগেই ৫ নম্বরে ছিল অস্ট্রেলিয়া। ৮ পয়েন্ট হারিয়ে আগের অবস্থানেই আছে তারা। এখন তাদের রেটিং পয়েন্ট ১০৪। ৬ পয়েন্ট যোগ হয়েছে পাকিস্তানের। ১০২পয়েন্ট নিয়ে তারা আছে ৬ নম্বরে।
এরপরই সাত নম্বরে আছে বাংলাদেশ। লাল-সবুজের প্রতিনিধিদের পয়েন্ট ৯৩। আট নম্বরে শ্রীলঙ্কা, পয়েন্ট ৭৭ আর নয় নম্বরে ওয়েস্ট ইন্ডিজ, পয়েন্ট ৬৯। পয়েন্ট বেড়েছে আফগানিস্তানের। ৬৩ পয়েন্ট নিয়ে দলটি আছে ১০ নম্বরে। জিম্বাবুয়ে রয়েছে আগের ১১ নম্বরে রয়েছে।
র্যাংকিং দল পয়েন্ট
১ পাকিস্তান ১৩০
২ অস্ট্রেলিয়া ১২৬
৩ ভারত ১২৩ (+২)
৪ নিউজিল্যান্ড ১১৬
৫ ইংল্যান্ড ১১৫ (+১)
৬ দক্ষিণ আফ্রিকা ১১৪(+৩)
৭ ওয়েস্ট ইন্ডিজ ১১৪ (+৩)
৮ আফগানিস্তান ৮৭ (-১)
৯ শ্রীলঙ্কা ৮৫ (-৪)
১০ বাংলাদেশ ৭৫ (-২)
Discussion about this post