ওল্ড ট্র্যাফোর্ডে অন্তত হারতে হচ্ছে না অজিদের। বরং প্রথম ইনিংসে ৫২৭ রান করে জয়ের স্বপ্ন দেখছে মাইকেল ক্লার্কের দল। লড়েছিলেন কেভিন পিটারসেন-ইয়ান বেল জুটি। ৪ উইকেটে ১১০। ইংল্যান্ডের এ বিপদটা ধীরে ধীরে কাটিয়ে দেয় এ জুটিই। ১১৫ রানের জুটি সে কথাই তো বলছে। তবে বেল ফিরে গেলেও পিটারসেন সেঞ্চুরি করে একাই দলকে টানছেন। টেস্টে এটি তার ২৩তম সেঞ্চুরি। শেষপর্যন্ত পিটারসেন ফিরে যান ১১৩ রান করে। বেল করেন ৬০।
এরপর দিনের শেষদিকে চাপে পড়ে যায় ইংল্যান্ড। টেস্টের তৃতীয় দিনশেষে তাদের রান ৭ উইকেট হারিয়ে ২৯৪। ফলোঅন এড়াতে এখনো চাই ৩৪ রান।
সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া ১ম ইনিংস : ৫২৭/৭ ডি.।
ইংল্যান্ড ১ম ইনিংস : ২৯৪/৭ (কুক ৬২, পিটারসেন ১১৩, বেল ৬০, ব্রড ৯×, প্রায়র ৬× স্টার্ক ৩/৭৫, সিডল ২/৫৩, হ্যারিস ২/৫০)।
Discussion about this post