মাঠের সাফল্যের আরও একটা পুরস্কার পেলেন সাকিব আল হাসান। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশ হারলেও ব্যক্তিগত ব্যাটে-বলে তিনি সফল। তাইতো দাপট আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে। বোলারদের তালিকায় সেরা পাঁচে উঠে গেলেন বাংলাদেশের এই তারকা ক্রিকেটার। ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়েও উন্নতি হয়েছে সাকিবের।
বুধবার বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে। যেখানে দেখা যাচ্ছে বোলারদের মধ্যে তিন ধাপ এগিয়ে ঠিক পাঁচ নম্বরে সাকিব। ব্যাটসম্যানদের তালিকায় ২৭তম, এখানে উন্নতি চার ধাপ।
ইংল্যান্ডের বিপক্ষে ১-২ ব্যবধানে হারা সিরিজের প্রথম ম্যাচে ৪৫ রান দিয়ে ১ উইকেট তুলেন সাকিব। দ্বিতীয় ম্যাচে ব্যাটিংয়ে ৫৮ রানে ও বল হাতে ৬৪ রানে নেন একটি উইকেট। তৃতীয় ম্যাচে বাংলাদেশের ৫০ রানের জয়ের ম্যাচে চট্টগ্রামে ৭১ বলে ৭৫ রান করেন। এরপর বল হাতে ৫ রানে নেন চার উইকেট। এদিন ওয়ানডেতে ৩০০ উইকেট ক্লাবে প্রথম বাংলাদেশি হিসেবে পা রাখেন।
এদিকে ওয়ানডে অলরাউন্ডারের শীর্ষস্থানেও সংগতভাবে আছেন সাকিব।
ওয়ানডে বোলারদের তিন ধাপ এগোলেন তাইজুল ইসলাম। ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচে ৬ উইকেট নিয়ে তিনি ৪৪তম স্থানে। দুই ধাপ নিচে নেমে তাসকিন আহমেদ ৪৬ নম্বরে। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে ওয়ানডে র্যাঙ্কিংয়ে ৪ ধাপ এগোলেন মুশফিকুর রহিম। ২২ নম্বরে তিনি। মাহমুদউল্লাহ ৩৩তম ও লিটন দাসের ৩৪তম স্থানে। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সেরা অবস্থান তামিম ইকবাল। এক ধাপ নিচে নেমে ১৯তম স্থানে তিনি।
Discussion about this post