ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
সামনে বিশ্বকাপ। তার আগে অবশ্য কিছুদিনের ছুটি পেয়েছে বাংলাদেশ দল। কিন্তু এই সময়ে বসে থাকছেন না বিশ্বকাপ স্কোয়াডে থাকা পাঁচ ক্রিকেটারসহ সাত জন ক্রিকেটার। বৃহস্পতিবার দুপুরে ওমরাহ করতে দেশ ছেড়েছেন তারা।
বৃহস্পতিবার দুপুর আড়াইটায় ওমরার করার উদ্দেশ্যে সৌদি এয়ারলাইন্সে করে দেশ ছাড়েন তাসকিন আহমেদ, নুরুল হাসান সোহান, আফিফ হোসেন, মোহাম্মদ নাঈম শেখ ও মোহাম্মদ সাইফউদ্দিন। তাদের আরও দুই সঙ্গী তাইজুল ইসলাম ও উইকেটরক্ষক ব্যাটসম্যান জাকির হাসান। এই ৭ ক্রিকেটারের সঙ্গী হবেন পেসার তাসকিন আহমেদের বাবা আব্দুর রশিদ।
আগামী ২১ সেপ্টেম্বর ওমরাহ শেষে ফিরবেন তাসকিনরা। এর কিছুদিন পর বিশ্বকাপের প্রস্তুতিতে নেমে পড়তে হবে তাদের।
Discussion about this post