দারুণ ছন্দে আছেন সাকিব আল হাসান। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ব্যাটে-বল দুটোই কথা বলছে এই অলরাউন্ডারের। তার দল ফরচুন বরিশালও ছন্দে। তারা পেয়ে গেছে সেরা চারের টিকেট। এ অবস্থায় হাতে কিছুটা নির্ভার বরিশাল অধিনায়ক। এই সুযোগটাই কাজে লাগালেন তিনি।
শুক্রবার খুলনা টাইগার্সের বিপক্ষে বরিশালের দশম ম্যাচটি খেলে রাতে সৌদি আরবের উদ্দেশে দেশ ছাড়েন সাকিব। তিন দিনের সংক্ষিপ্ত সফর শেষে সোমবার সকালে ফিরবেন এই তারকা ক্রিকেটার।
বরিশাল ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে শনিবার বলা হয়, ‘গতকাল (শুক্রবার) রাত ১২টায় ওমরাহ পালন করতে সৌদি আরব গেছেন সাকিব। ফিরবেন আগামী ৬ ফেব্রুয়ারি সকাল ১০টায় ঢাকায়। তিনি ৭ ফেব্রুয়ারির ম্যাচটি খেলবেন।’
মঙ্গলবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে বরিশাল। এই দুই দলই সেরা চারে জায়গা করে নিয়েছে। এরমধ্যে সেরা দুইয়ে উঠার সুযোগ থাকছে দুই দলেরই।
চলতি বিপিএলে ১০ ম্যাচের ৭টিতে জয় তুলে নিয়েছে সাকিবের দল। ৪৯.৫৭ গড়ে ৩৪৭ রান তুলেছেন। ৭ উইকেটও তুলে নিয়েছেন সাকিব। খুলনার বিপক্ষে ম্যাচে ব্যাট হাতে ২১ বলে ৩৬ রান ও হিসেবী বোলিংয়ে ২৫ রানে ১ উইকেট নিয়ে ম্যান অব দা ম্যাচ তিনি।
Discussion about this post