ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
হঠাৎ করেই সাফল্য পেতে শুরু করেছে বাংলাদেশের উদ্বোধনী জুটি। তামিম ইকবাল ফেরায় এখন এই পজিশনে কাকে খেলানো যায় তা নিয়ে চলছে আলোচনা। জায়গা একটি, প্রার্থী তিনজন-সৌম্য সরকার, ইমরুল কায়েস ও লিটন দাস। অবস্থায় রোববার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে তামিমের সঙ্গে ওপেনিংয়ে কে থাকবেন?
তিনজনই আছেন রানে। এ অবস্থায় চিন্তিত নন হেড কোচ স্টিভ রোডস। ওপেনারদের মধ্যে এমন প্রতিযোগিতায় দারুণ খুশি তিনি। চার ওপেনারের মধ্যে রোববার দুজনকে দায়িত্ব দেয়া হবে ওপেনিংয়ে। একজন খেলবেন ওয়ানডাউনে। তবে বাদ পড়বেন কে? এ নিয়ে মধুর সমস্যায় নির্বাচকরা। স্টিভ রোডস বলেন, ‘এটা খুব কঠিন একটা সিদ্ধান্ত হবে। কিন্তু কী অসাধারণ একটি পরিস্থিতিতে আমরা আছি। আমরা বাংলাদেশের ক্রিকেটে গভীরতার জন্য মরিয়া ছিলাম। অবশেষে আমরা এর খানিকটা নমুনা দেখছি।’
ওপেনারদের এই লড়াইয়ে খুশি রোডস। টাইগার কোচ বলেন, ‘জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচে ইমরুল ৩৪৯ রান করেছিল। চোট কাটিয়ে ফেরা তামিম ছন্দে আছে। জিম্বাবুয়ের বিপক্ষে লিটন ৮৩ রানের একটা ইনিংস খেলেছিল, এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে করেছিল সেঞ্চুরি। সৌম্য তিনে নেমে জিম্বাবুয়ের বিপক্ষে সেঞ্চুরি করেছিল, প্রস্তুতি ম্যাচেও সেঞ্চুরি করল। এটা দলের জন্য খুবই ভাল।’
বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে জাতীয় দলের সাত ক্রিকেটার ছিলেন। তাদের প্রস্তুতিতে খুশি রোডস। বলছিলেন, ‘কয়েক জন খেলোয়াড়ের জন্য এই প্রস্তুতি ম্যাচ খুব গুরুত্বপূর্ণ ছিল। চোট কাটিয়ে ফেরার পর মাঠে কিছু সময় কাটানো তামিমের জন্য খুব জরুরি ছিল। যদিও খেলার বাইরে ছিল তবুও মনে হয়েছে ও নিজের সেরা ছন্দে আছে। এটা আমাদের জন্য বাড়তি সুবিধা। ও আমাদের ওয়ানডে দলে খুব গুরুত্বপূর্ণ একটি অংশ, সৌম্যও একইভাবে দলের সঙ্গী।’
Discussion about this post