নারী ফুটবলে বাংলাদেশের জন্য আজ এক গৌরবময় মুহূর্ত। প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্বাগতিক মিয়ানমারকে ২-১ গোলে হারিয়ে এবং বাহরাইন-তুর্কমেনিস্তানের ড্রয়ের ফলে আগেই নিশ্চিত হয়েছে বাংলাদেশের টুর্নামেন্টে জায়গা।
বাছাইপর্বের সি গ্রুপে নিজেদের প্রথম ম্যাচেই বাহরাইনকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ছিল সবচেয়ে কঠিন প্রতিপক্ষ মিয়ানমার। তবে সেই চ্যালেঞ্জে দুর্দান্তভাবে উত্তীর্ণ হয়েছে গোলরক্ষক রুমা আক্তার ও অধিনায়ক আঁখি খাতুনের দল। দুই গোল করে নায়িকা বনে গেছেন ঋতুপর্ণা চাকমা।
এই জয়ে দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ। বাহরাইন ও তুর্কমেনিস্তান ২-২ গোলে ড্র করায় এই দুটি দলেরই ছয় পয়েন্টের আশা শেষ হয়ে গেছে। অন্যদিকে মিয়ানমার শেষ ম্যাচে জিতলেও পয়েন্টে সমতায় থাকবে, তবে হেড টু হেডে পিছিয়ে থাকবে বাংলাদেশের কাছে হেরে যাওয়ায়।
ফলে শেষ ম্যাচে বাংলাদেশ তুর্কমেনিস্তানের কাছে হারলেও তাদের মূল পর্বে খেলার বিষয়টি নিশ্চিত। ৫ জুলাই এই ম্যাচ শুধুই আনুষ্ঠানিকতা রক্ষা করবে।
প্রথমবারের মতো নারী এশিয়ান কাপের মূল মঞ্চে খেলতে যাচ্ছে বাংলাদেশ। এর আগে ১৯৮০ সালে পুরুষ দল কুয়েতে খেলেছিল এশিয়ান কাপে। এবার সেই ইতিহাসের অংশ হতে যাচ্ছে নারী দলও।
আগামী ২০২৬ সালে অস্ট্রেলিয়ায় বসবে এশিয়ান কাপের মূল পর্ব। সেখানে অংশ নেবে বাংলাদেশ নারী ফুটবল দল-যা দেশের ক্রীড়া ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।
Discussion about this post