ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
মানবতার ডাকে সাড়া দিলেন মোহাম্মদ আশরাফুল। করোনাভাইরাস মোকাবিলায় এসেছেন সামনে। অসহায় ও দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে গড়ছেন তহবিল। এ জন্য নিলামে তুলছেন তার দুটি প্রিয় ব্যাট। এই ব্যাট দুটি থেকে বিক্রিত অর্থ ব্যয় হবে আর্ত মানুষের পেছনে।
এর আগে করোনাভাইরাসে কাজ বন্ধ অসহায়দের পাশে দাঁড়িয়েছেন তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম ও সাকিব আল হাসানও। ২০১৩ সালে দেশের হয়ে টেস্ট ক্রিকেটে প্রথম ডাবল সেঞ্চুরি হাঁকানো ব্যাটটি নিলামে দেবেন মুশফিক। গত বিশ্বকাপে বাংলাদেশের পক্ষে রেকর্ড রান করা সাকিব তার সেই ব্যাট তুলেছেন নিলামে।
এবার মোহাম্মদ আশরাফুলও সামিল। নিলাম থেকে আয় হওয়া প্রতিটি অর্থ ব্যয় করা হবে দুস্থ ও অসহায়দের সাহায্যার্থে।
নিজের অভিষেক টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে সেঞ্চুরি হাঁকান আশরাফুল। তখন তাঁর বয়স ছিল মাত্র ১৬ বছর। টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বকনিষ্ঠ অভিষিক্ত হিসেবে সেই ম্যাচে শতরান পেয়েছিলেন আশরাফুল। সেই ব্যাট নিলামে তুলবেন ৩৫ বছর বয়সী এ ক্রিকেটার।
দেশের সর্বকালের সেরাদের একজন আশরাফুল। খেলেছেন একাধিক স্মরণীয় ইনিংস। ২০০৫ সালে কার্ডিফে, অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেন নান্দনিক এক ইনিংস। বিশ্বের সেরা দলের বিপক্ষে আশরাফুলের ব্যাটে ভর করে বাংলাদেশ পায় ঐতিহাসিক জয়। সেই ম্যাচে জয়ের পর উল্লাসে ব্যবহৃত একটা শ্যাম্পেনের বোতল নিজের সংগ্রহে এতদিন রেখেছিলেন আশরাফুল। সেটাও নিলামে তুলবেন বলে জানান আশরাফুল।
Discussion about this post