ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
আগের দিনই সৌরভ গাঙ্গুলি বলেছিলেন-এ বছর এশিয়া কাপ ক্রিকেট হচ্ছে না। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতির এমন কথায় ক্ষুব্ধ ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। কিন্তু একদিন যেতেই আনুষ্ঠানিকভাবে এই জানান দিল এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। করোনাভাইরাস পরিস্থিতির কারণে এই টুর্নামেন্ট স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে এশিয়ান ক্রিকেটের সর্বোচ্ছ সংস্থা।
এক বিবৃতিতে এসিসি জানায়- ‘ভ্রমণ নিষেধাজ্ঞা, কোয়ারেন্টাইনের শর্ত, স্বাস্থ্য ঝুঁকি ও নিরাপদ দূরত্বের শর্ত এশিয়া কাপ আয়োজনের পথে বড় বাধা হয়ে এসেছে। ক্রিকেটার, কোচিং স্টাফ, অংশীদার ও সমর্থকদের স্বাস্থ্য সুরক্ষা আমাদের কাছে তাৎপর্যপূর্ণ। এসব বিবেচনায় নিয়ে এসিসি ২০২০ সালের এশিয়া কাপ স্থগিত ঘোষণা করছে। ২০২১ সালে এশিয়া কাপ আয়োজনের কথা বিবেচনা করছে এসিসি। আগামী বছরের জুনে এশিয়া কাপ আয়োজনের জন্য সময় বের করা যায় কিনা, সেটা নিয়ে এসিসি কাজ করে যাচ্ছে।’
সব ঠিক থাকলে সামনের সেপ্টেম্বরে এবারের এশিয়া কাপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এবারের আয়োজক ছিল পাকিস্তান। কিন্তু পাকিস্তানের মাটিতে ভারত খেলতে যাবে না জেনে পাকিস্তান এ টুর্নামেন্ট আয়োজনের স্বত্ব শ্রীলঙ্কার কাছে হস্তান্তর করে।
এর মধ্যে এসিসি এই টুর্নামেন্টের বিষয়ে সিদ্ধান্ত নিতে একাধিক সভা করেছে। ভিডিও কনফারেন্সের সেই বৈঠকে এসিসি চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। কিন্তু এবার এসিসি জানাল-এ বছর এশিয়া কাপ হচ্ছে না।
২০২০ সালের স্থগিত হয়ে পড়া এই টুর্নামেন্ট ২০২১ সালে আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছে এসিসি। সামনের বছরের জুনে এ টুর্নামেন্ট আয়োজন হতে পারে। রোটোশন পদ্ধতি ২০২২ সালের এশিয়া কাপের আয়োজক হবে পাকিস্তান।
Discussion about this post