পাকিস্তানকে ২৩ রানে হারিয়ে এশিয়া কাপ জিতে নিয়েছে শ্রীলঙ্কা। ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে তারা। এবারে এশিয়া কাপের স্বাগতিক ছিল তারাই। কিন্তু দেশটির অর্থনৈতিক আর রাজনৈতিক পরিস্থিতি জানিয়ে দিচ্ছিল দেশটি এতো বড় আয়োজনের জন্য প্রস্তুত নয়। নিজ দেশে না হলেও ঠিকই শিরোপা জিতে নিল শ্রীলঙ্কা।
শিরোপা জিতে লঙ্কানরা চ্যাম্পিয়ন মানি হিসেবে পেয়েছে ১ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১ কোটি ৪১ লাখ ৪৩ হাজার ৫৪০ টাকা। রানার্স আপ পাকিস্তান পেলো ৭৫ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৭০ লাখ ৭১ হাজার ৭৭০ টাকা প্রায়।
ফাইনালের ম্যাচ সেরা ও টুর্নামেন্ট সেরাও নির্বাচিত হয়েছেন দুই শ্রীলঙ্কান ক্রিকেটার। ফাইনালে ম্যাচ সেরার পুরস্কার পেলেন ভানুকা রাজাপাকশে। তিনি পেলেন ৫ হাজার ডলার। টুর্নামেন্ট সেরা হয়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। ১৫ হাজার ডলার উঠেছে তার হাতে।
এশিয়া কাপে পুরস্কার-
চ্যাম্পিয়ন- শ্রীলঙ্কা -১ লাখ ৫০ হাজার মার্কিন ডলার
রানার্স আপ- ৭৫ হাজার ডলার
বেস্ট ক্যাচ অব দ্য ম্যাচ- ৩ হাজার ডলার- আসুন বান্দারা
প্লেয়ার অব দ্য ম্যাচ- ৫ হাজার ডলার- ভানুকা রাজাপাকশে
প্লেয়ার অব দ্য সিরিজ- ১৫ হাজার ডলার- ওয়ানিন্দু হাসারাঙ্গা
চ্যাম্পিয়ন দল (শ্রীলঙ্কা)- ১ লাখ ৫০ হাজার ডলার
রানার্স আপ দল (পাকিস্তান)- ৭৫ হাজার ডলার
Discussion about this post