ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
সেপ্টেম্বরে শুরু হতে যাওয়া যুব এশিয়া কাপ ক্রিকেটে ‘বি’-গ্রুপে খেলবে বাংলাদেশ। এই গ্রুপে সঙ্গী হিসেবে জুনিয়র টাইগাররা শ্রীলঙ্কার সঙ্গে পেলো আরব আমিরাত ও নেপালকে। ‘এ’-গ্রুপে ;দুদি্ জায়ান্ট ভারত ও পাকিস্তানের সঙ্গে আছে আফগানিস্তান ও কুয়েত। এশিয়া ক্রিকেট কাউন্সিল (এসিসি) এ টুর্নামেন্টের সূচি প্রকাশ করেছে।
আসছে ৫ সেপ্টেম্বর থেকে যুব এশিয়া কাপের মূল লড়াই শুরু হবে শ্রীলঙ্কায়। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ভারত ও কুয়েত। ৬ সেপ্টেম্বর নিজেদের প্রথম ম্যাচে আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
দুই গ্রুপ থেকে পয়েন্ট টেবিলের শীর্ষ দুটি করে দল উঠবে সেমি-ফাইনালে। এই লড়াইয়ে জয়ী দুই দল মুখোমুখি হবে ১৪ সেপ্টেম্বর ফাইনালে।
বাংলাদেশের ম্যাচের সূচি
৬ সেপ্টেম্বর- বাংলাদেশ বনাম আরব আমিরাত
৮ সেপ্টেম্বর- বাংলাদেশ বনাম নেপাল
১০ সেপ্টেম্বর- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা
Discussion about this post