দুর্দান্ত ফর্মে ছিলেন তিনি। শুক্রবার পেয়ে যেতেও পারতেন শতরান। কিন্তু অদৃষ্টের কী পরিহাস, এদিনই দুঃসংবাদ পেলেন। ইনজুরিতে পড়ে লিটন কুমার দাসের জিম্বাবুয়ে সফর শেষ। বলা হচ্ছে চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে। তারপরই গুঞ্জন-এশিয়া কাপে খেলতে পারবেন তো তিনি?
বাংলাদেশ দলের ফিজিও জানিয়েছেন, লিটনের সেরে উঠতে চার সপ্তাহ সময় লাগতে পারে। অথচ এই মাসেরই শেষ দিকে সংযুক্ত আরব আমিরাতে বসবে এশিয়া কাপ। মানে এশিয়ার শ্রেষ্টত্বের আয়োজনে লিটনের খেলা নিয়ে তৈরি হলো শঙ্কা।
বাংলাদেশ দলের ফিজিও মুজাদ্দেদ আলফা সানি এক ভিডিও বার্তায় যেমনটা বললেন, ‘আমাদের দলের ওপেনার লিটন কুমার দাস ব্যাটিং করতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে আঘাতপ্রাপ্ত হন। ম্যাচ মধ্যবর্তী সময় আমরা তাকে স্ক্যান করতে পাঠাই। তার রিপোর্ট আসে গ্রেড-২ মাসেল স্ট্রেন। এ ধরনের চোটের জন্য মোটামুটি ৩-৪ সপ্তাহ লেগে যায়। তাই এ সিরিজে আমরা পাচ্ছি না তাকে।’
শুক্রবার প্রথম ওয়ানডের ৩৪তম ওভারের প্রথম বলে দ্রুত সিঙ্গেল নিতে গিয়ে হ্যামস্ট্রিংয়ের চোট পান লিটন। তারপর আর ব্যাটিংয়ে নামতে পারেননি। স্ট্রেচারে করে ছাড়েন মাঠ। ৮৯ বলে ৮১ রানে অবসর নেন লিটন। ম্যাচ শেষে জানা গেল জিম্বাবুয়ে সফর শেষ তার। এশিয়া কাপেও না দেখা যেতে পারে তাকে।
আগামী ২৭ আগস্ট থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে এশিয়া কাপ। লিটনের চোট কাটিয়ে উঠতে সময় লাগবে তিন-চার সপ্তাহ এর আগে ৮ আগস্টের মধ্যে এশিয়া কাপের দল দিতে হবে দেশগুলোকে। এ অবস্থায় লিটনের সম্ভাবনাটা কমেই গেল। সন্দেহ নেই এটি টাইগারদের জন্য বড় ধাক্কা!
Discussion about this post