ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
এবার বিশেষ আয়োজনের জন্য প্রস্তুত হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হবে এশিয়া ও বিশ্ব একাদশের ম্যাচ। এখন চলছে সেই দল গঠনের প্রক্রিয়া। জানা গেল-বিশ্ব একাদশের হয়ে ক্রিস গেইল, লাসিথ মালিঙ্গা, ফাফ দু প্লেসিসের মতো বড় তারকারা খেলবেন।
১৮ থেকে ২৩ মার্চের মধ্যে মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে হবে এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের দুটি টি-টুয়েন্টি ম্যাচ।
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানালেন এই দলে থ্কবে বাংলাদেশ থেকে পাঁচ ক্রিকেটার। তারা হলেন- তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মুস্তাফিজুর রহমান ও লিটন দাস। মঙ্গলবার বিসিবি সভাপতি জানালেন এক ম্যাচে অবশ্য ৫জনই জায়গা পাবেন না।
নাজমুল হাসান পাপন গণমাধ্যমে বলেন, ‘বাংলাদেশ থেকে যদি এক ম্যাচে বেশি খেলোয়াড় খেলাতে নাও পারি, তাহলে পরের ম্যাচে ঘুরিয়ে-ফিরিয়ে খেলাব আমরা। তামিম, মুশফিক নিশ্চিত। এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এছাড়াও দুই জন আছে, একজন হলো রিয়াদ (মাহমুদউল্লাহ), আরেকজন মুস্তাফিজ। আরেকজন খেলোয়াড়ের থাকা নিয়েও আমাদের মধ্যে কথা হয়েছে- লিটন কুমার দাস এক্ষেত্রে কে ওপেন করবে না করবে, পজিশনের ওপর নির্ভর করবে। আমাদের সবচেয়ে ভালো খেলোয়াড় যে খেলবেই, তা নয়। ওই জায়গায় হয়তো অন্যদের আরেকটু ভালো খেলোয়াড় আছে। সব মিলিয়ে আমাদের ৪/৫ জন খেলবে, এটা নিশ্চিত। কে খেলবে, সেটা চুক্তি শেষে কোচরা মিলে ঠিক করবে।’
এরইমধ্যে জানা গেল ভারত থেকে কারা আসবেন। তালবিয়া অবশ্য এখন অব্দি নেই অধিনায়ক বিরাট কোহলির নাম। নাজমুল হাসান পাপন বলেন, ‘ভারত থেকে ৪টা নাম আমরা এরই মাঝে পেয়ে গিয়েছি- রিশাব পান্ত, কুলদীপ যাদব, শিখর ধাওয়ান এবং মোহাম্মদ শামি। একটা ম্যাচে লোকেশ রাহুলও খেলবে বলছে। একটা ম্যাচ কোহলি, একটা ম্যাচ লোকেশ রাহুল- এ ধরনের কথাবার্তা হচ্ছে। এখন পর্যন্ত এটা চূড়ান্ত হয়নি।’
এশিয়া একাদশে শ্রীলঙ্কা থেকে লাসিথ মালিঙ্গার সঙ্গে থাকবেন থিসারা পেরেরা। নেপালের লেগ স্পিনার সন্দিপ লামিছানে, আফগানিস্তানের রশিদ খান ও মুজিব উর রহমানের খেলা অনেকটাই নিশ্চিত।
নাজমুল হাসান পাপন বলেন, ‘অবিশিষ্ট বিশ্ব একাদশে দক্ষিণ আফ্রিকা থেকে ৩-৪ জন আসছে, ওয়েস্ট ইন্ডিজ থেকে ৩-৪ জন আসছে। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের ওই সময় খেলা আছে। তবুও বাইরে থাকা কারা আসতে পারে, তা নিয়ে কথা হচ্ছে। ইংল্যান্ড থেকে জনি বেয়ারস্টো আসবে, দক্ষিণ আফ্রিকার ফাফ দু প্লেসি আছে, ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল আছে।’
দুই দলে যারা আছেন-
এশিয়া একাদশ: লোকেশ রাহুল (এক ম্যাচ), বিরাট কোহলি (এক ম্যাচের জন্য চেষ্টা চলমান), শিখর ধাওয়ান, রিশাব পান্ত, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি, থিসারা পেরেরা, লাসিথ মালিঙ্গা, রশিদ খান, মুজিব উর রহমান, সন্দিপ লামিছানে, মুস্তাফিজুর রহমান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ ও লিটন কুমার দাস।
অবশিষ্ট বিশ্ব একাদশ: কাইরন পোলার্ড, নিকোলাস পুরান, শেলডন কটরেল, ক্রিস গেইল, ব্রেন্ডন টেইলর, জনি বেয়ারস্টো, আদিল রশিদ, আলেক্স হেলস, ফাফ দু প্লেসি, লুঙ্গি এনগিডি, অ্যান্ড্রু টাই ও মিচেল ম্যাকলেনাগান।
Discussion about this post