নারীদের এশিয়া কাপ মানেই যেন ভারতের আধিপত্য। যারা গত ৯ আসরের ৯টিতেই খেলেছে ফাইনালে। সেই দলটির সঙ্গে সেমি-ফাইনালের লড়াই, পিছিয়ে তো ছিলই বাংলাদেশ। মাঠের লড়াইয়েও সেই একই দৃশ্যপট। ফের ভারতের হার
শুক্রবার ফাইনালে যাওয়ার লড়াইয়ে ডাম্বুলায় ভারতকে মাত্র ৮১ রানে লক্ষ্য দেয় বাংলাদেশ দল। জবাবে নেমে কোনো উইকেট না হারিয়ে ৫৪ বল হাতে রেখেই জয়ের বন্দরে পা রাখে ভারত। এশিয়া কাপের প্রথম সেমিতে বাংলাদেশকে ১০ উইকেটে হারাল ভারতীয় দল। এশিয়া কাপ এবং বিশ্বকাপসহ নারী ক্রিকেটের বড় কোনো আসরের নক আউট ম্যাচে এই প্রথম কোনো দল জিতল ১০ উইকেটে।
এদিন নিগার সুলতানার জ্যোতির দল ২০ ওভারে তুলে মাত্র ৮০ রান। তারপর বল হাতেও ফ্লপ, টাইগ্রেসরা। রান তাড়ায় ভারত জয় তুলে মাত্র ১১ ওভারে। ৩৯ বলে ৫৫ রানে অপরাজিত স্মৃতি মান্ধানা।
রানগিরি আন্তর্জাতিক স্টেডিয়ামে ব্যাটিং সহায়ক উইকেটে টস জিতে শুরুতে ব্যাট হাতে নামে বাংলাদেশ। কিন্তু কিছুই করা হয়নি। উইকেট ছুঁড়ে দিয়ে আসেন ব্যাটাররা। অধিনায়ক নিগার সুলতানা আর স্বর্ণা আক্তার জুটিতে আসে ৩৫ বলে ৩৬। ৫১ বলে ৩২ রানে আউট জ্যোতি। স্বর্ণা অপরাজিত ১৮ বলে ১৯ রানে।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ: ২০ ওভারে ৮০/৮ (দিলারা ৬, মুর্শিদা ৪, ইশমা ৮, নিগার ৩২, রুমানা ১, রাবেয়া ১, রিতু ৫, স্বর্ণা ১৯*, নাহিদা ০, মারুফা ০*; রেনুকা ৪-১-১০-৩, পুজা ৪-০-২৫-১, তানুজা ৪-০-১৬-০, দিপ্তি ৪-০-১৪-১, রাধা ৪-১-১৪-৩)।
ভারত: ১১ ওভারে ৮৩/০ ( শেফালি ২৬*, স্মৃতি ৫৫*; মারুফা ২-০-১৭-০, নাহিদা ৩-০-৩৪-০, জাহানারা ৩-০-১৭-০, রাবেয়া ২-০-১০-০, রুমানা ১-০-৫-০)।
ফল: ভারত ১০ উইকেটে জয়ী।
ম্যাচসেরা: রেনুকা সিং।
Discussion about this post