প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জিতল বাংলাদেশ। গড়ল নতুন এক ইতিহাস! দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দশম আসরের শিরোপা নির্ধারণী ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ১৯৫ রানে হারিয়েছে বাংলাদেশের যুবারা। রোববার ২৮৩ রানের লক্ষ্যের সামনে ২৪.৫ ওভারে ৮৭ রানে অলআউট আমিরাত!
২০২০ সালে যুবাদের হাত ধরে বাংলাদেশ জিতেছিল বিশ্বকাপ। দেশের ইতিহাসে কোনো পর্যায়ে প্রথমবার বিশ্বকাপ জয়ের সেই তৃপ্তি এখনো অমলিন। তিন বছরের ব্যবধানে এবার যুবারাই জিতল এশিয়া কাপ ট্রফি।
যুব এশিয়া কাপের ফাইনালে স্বাগতিক আরব আমিরাতকে হেসে-খেলে হারিয়ে প্রথমবারের মতো এশিয়া কাপে শিরোপা পেলো বাংলাদেশ।
টস হেরে ব্যাটিং করতে নেমে আশিকুর রহমান শিবলীর দুর্দান্ত সেঞ্চুরিতে ভর করে ৮ উইকেটে ২৮২ রান তুলে বাংলাদেশ। তাড়া করতে নেমে মাত্র ৮৭ রানে অলআউট হয় আমিরাত।
এর আগে চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ৬০ রানে আউট হন। আরিফুলের সঙ্গে ভাঙে ১২৫ রানের জুটি। আরিফুল মাত্র ৩৯ বলে ফিফটি তুলে নেন।
শিবলী করেন সেঞ্চুরি। ১২৯ বলে ১০ চারে চলতি টুর্নামেন্টের দ্বিতীয় শতক হাঁকান শিবলি। শেষ পর্যন্ত আউট হন ১২৯ রানে। শিবলী এখন টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: ৫০ ওভারে ২৮২/৮ (আশিকুর ১২৯, জিসান ৭, রিজওয়ান ৬০, আরিফুল ৫০, আহরার ৫, শিহাব ৩, মাহফুজুর ২১, পারভেজ ১*, রোহানাত ০; অমিদ ১০-১-৪১-১, আয়মান ১০-০-৫২-৪, আয়ান ৮-০-৪৪-০, হার্দিক ৮-০-৫০-১, বাদামি ১-০-৯-০, ধ্রুব ৬-০-৩০-১, আকশাত ৩-০-২৫-০, ইয়ায়িন ৪-০-৩০-০)
সংযুক্ত আরব আমিরাত অনূর্ধ্ব-১৯ দল: ২৪.৪ ওভারে ৮৭ (আরিয়ানশ ৯, আকশাত ১১, তানিশ ৬, ধ্রুব ২৫*, ইথান ৪, আয়ান ৫, ইয়ায়িন ৬, বাদামি ৯, হার্দিক ৪, আয়মান ০, অমিদ ৩; মারুফ ৭-০-২৯-৩, ইকবাল ৬-০-১৫-২, রোহানাত ৬-২-২৬-৩, পারভেজ ৪.৫-১-৭-২, মাহফুজুর ১-০-৬-০)
ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ১৯৫ রানে জয়ী
ম্যাচসেরা: আশিকুর রহমান শিবলি
সিরিজসেরা: আশিকুর রহমান শিবলি
Discussion about this post