মাঠে নামছেন না তিনি। ব্যাট হাতে প্রতিপক্ষের বোলারদের চোখ রাঙাচ্ছেন না, বা বল হাতে উইকেট উড়িয়ে দিচ্ছেন না। তবু এবারের এশিয়া কাপে যেন চারপাশে ছড়িয়ে আছে সাকিব আল হাসান। এমনকি তার উপস্থিতি এতটাই শক্তিশালী যে, টিভির পর্দায় যখন এশিয়া কাপের প্রোমো ভেসে ওঠে, তখন সেখানে সবার আগে ভেসে ওঠে বাংলাদেশের ৭৫ নম্বর জার্সি।
গত বছর আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় জানিয়েছেন সাকিব। এরপর থেকে অনেকটাই নিঃশব্দ তার ক্রিকেট-জীবন। মাঝে-মধ্যে ঘরোয়া ক্রিকেটে দেখা যায়, তবে আন্তর্জাতিক মঞ্চে তাঁর উপস্থিতি এখন স্মৃতির আলোছায়া। তারপরও, যেন তাঁকে উপেক্ষা করা যায় না—এমনকি টুর্নামেন্টেও যেখানে তিনি খেলবেন না, সেখানেও প্রচারণার মুখ হিসেবে তিনিই থাকেন!
সনি স্পোর্টস নেটওয়ার্কের সম্প্রচার করা ৩০ সেকেন্ডের এশিয়া কাপ প্রোমোতে ভারত, পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা-সব দলের চেনা মুখদের পাশে যখন একজন বাংলাদেশিকে রাখা হয়, সেটা সাকিব ছাড়া আর কে হতে পারে? তাঁর ব্যাটিংয়ের প্রস্তুতির একটি মুহূর্তকে তুলে ধরা হয়, যেন বোঝাতে চাওয়া হয়—এশিয়ার সবচেয়ে বড় ক্রিকেট তারকা এখনো তিনিই।
সাকিব খেলবেন না, তবু এই আসরের পোস্টারে তাঁর মুখ। এই টুর্নামেন্টটি হবে সংযুক্ত আরব আমিরাতে, আগামী ৯ থেকে ২৮ সেপ্টেম্বর। বাংলাদেশের গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু করবে লিটন দাসের নেতৃত্বাধীন নতুন বাংলাদেশের যাত্রা।
যেখানে মাঠে লড়বে নতুনরা-তানজিদ, শান্ত, আফিফরা, সেখানে প্রজন্মের নায়কের উপস্থিতি সীমাবদ্ধ থাকবে টেলিভিশনের পর্দায়। তবু প্রশ্ন থেকেই যায়-এশিয়া কাপে যখন বাংলাদেশ প্রতিনিধিত্ব করছে, তখন বিজ্ঞাপনে মুস্তাফিজুর রহমান, লিটন দাস বা তরুণ কোনো ক্রিকেটারের পরিবর্তে সাকিব কেন?
Discussion about this post