এশিয়া কাপ মানেই শুধু ক্রিকেটারদের লড়াই নয়, আলোচনায় থাকেন আম্পায়াররাও। এবারের আসরে সেই তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের গাজী সোহেল ও মাসুদুর রহমান মুকুল। এশিয়ান ক্রিকেট কাউন্সিল প্রকাশিত আম্পায়ারদের তালিকায় উঠে এসেছে এই দুই বাংলাদেশির নাম।
মোট দশজন আম্পায়ার থাকছেন এবারের টুর্নামেন্টে। আফগানিস্তান থেকে আহমদ পাকতিন ও ইজতুল্লাহ সাফি, পাকিস্তান থেকে আসিফ ইয়াকুব ও ফয়সাল আফ্রিদি, শ্রীলঙ্কার রাভীন্দ্র বিমলাসিরি ও রুচিরা পেরেরা এবং ভারতের রোহন পণ্ডিত ও বিরেন্দ্র শর্মা থাকছেন অন্য দেশগুলোর প্রতিনিধিত্ব করতে।
গ্রুপ পর্বেই হবে ১২টি ম্যাচ, যা আয়োজিত হবে আবুধাবি ও দুবাইয়ে। সেখানে একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচে দেখা যাবে বাংলাদেশের দুই অভিজ্ঞ আম্পায়ারকে।
গাজী সোহেল থাকছেন অন্তত চারটি ম্যাচে। এর মধ্যে ১০ সেপ্টেম্বর দুবাইয়ে ভারত ও সংযুক্ত আরব আমিরাতের ম্যাচে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। এরপর ১২ সেপ্টেম্বর পাকিস্তান-ওমান ম্যাচে টিভি আম্পায়ার, ১৫ সেপ্টেম্বর শ্রীলঙ্কা–হংকং ম্যাচে আবার মাঠে, আর ১৭ সেপ্টেম্বর পাকিস্তান–ইউএই ম্যাচে থাকবেন চতুর্থ আম্পায়ার হিসেবে।
অন্যদিকে মাসুদুর রহমান মুকুলের দায়িত্বের মধ্যে অন্যতম আলোচিত হবে ভারত-পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচ। ১৪ সেপ্টেম্বর দুবাইয়ে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন তিনি। এছাড়া ১০ সেপ্টেম্বর ভারত-ইউএই ম্যাচে চতুর্থ আম্পায়ার, ১২ সেপ্টেম্বর পাকিস্তান-ওমান ম্যাচে অন-ফিল্ড আম্পায়ার এবং ১৫ সেপ্টেম্বর শ্রীলঙ্কা–হংকং ম্যাচে টিভি আম্পায়ারের ভূমিকায় দেখা যাবে তাকে।
Discussion about this post