টানা দুই জয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেটের সেমি-ফাইনালে পা রাখল বাংলাদেশ ক্রিকেট দল। শিরোপা ধরে রাখার মিশনে আরও এগিয়ে গেল টাইগ্রেসরা। ‘বি’ গ্রুপের ম্যাচে আজ রোববার নেপালকে ৫ উইকেটে হারিয়ে শেষ চারে পা রাখল বাংলাদেশ।
গ্রুপের অন্য ম্যাচে শ্রীলঙ্কা আফগানিস্তানকে হারানোর পরই নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের সেমিফাইনাল। টানা দুই জয়ে শ্রীলঙ্কাও পা রেখেছে সেমিতে।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল শুরুতেই নেপালকে অলআউট করে ১৪১ রানে। জবাবে নেমে ২৮.৪ ওভারেই ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পা রাখে বাংলাদেশের যুবারা।
আফগানদের বিপক্ষে সেঞ্চুরি পাওয়া বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিম অপরাজিত ছিলেন ৫২ রানে। ৭২ বলের ইনিংসে ২টি চার ও ৩টি ছক্কায় তিনি খেলেন এই ইনিংস। ওপেনার জাওয়াদ আবরার ৫৯ রানে ফেরেন।
বাংলাদেশের পেসার আল ফাহাদ, ইকবাল হোসেন, সাদ ইসলাম ও রিজান হোসেন মিলে নেন ৭ উইকেট। তারাই অল্প রানে আটকে রাখেন নেপালকে।
দুবাইয়ের মাঠেই মঙ্গলবার গ্রুপ সেরা হওয়ার মিশনে শ্রীলঙ্কার সঙ্গে লড়বে বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর-
নেপাল অনূর্ধ্ব-১৯: ৪৫.৪ ওভারে ১৪১/১০ (ত্রিপাঠি ৪৩, মায়ান ৪, কুমাল ০, ভাট্টা ৪, সান্তোশ ৭, মাগার ২৯, বিশ্বকার্মা ২, সাউদ ৪, তিওয়ারি ২৯, ধামি ২, খাত্রি ০*; ফাহাদ ৭.৪-০-২৬-২, সাদ ৭-০-৩৬-১, ইকবাল ৯-১-২৪-২, রিজান ৬-১-৮-২, রাফিউজ্জামান ৮-২-১৫-১, আজিজুল ৪-০-১৫-১, দেবাশিষ ৪-০-১৩-০)
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ২৮.৪ ওভারে ১৪২/৫ (জাওয়াদ ৫৯, কালাম ০, আজিজুল ৫২*, শিহাব ০, ফয়সাল ১৩, রিজান ০, দেবাশিষ ৫*; ধামি ৬.৪-১-৩৯-১, তিওয়ারি ৪-০-১৪-০, ত্রিপাঠি ১-০-৭-০, সাউদ ৫-০-২৭-০, সান্তোষ ৬-০-৩১-০, খাত্রি ৬-১-২৩-৪)
ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ৫ উইকেটে জয়ী
ম্যাচসেরা: জাওয়াদ আবরার
Discussion about this post