এশিয়া কাপের আগে বিশেষ এক উদ্যোগে সর্বকালের সেরা এশিয়ান টি-টোয়েন্টি একাদশ প্রকাশ করেছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন-ক্রিকইনফো। সেই একাদশে বাংলাদেশ থেকে একমাত্র ক্রিকেটার হিসেবে সুযোগ পেয়েছেন সাকিব আল হাসান।
ক্রিকেট বিশেষজ্ঞদের তৈরি দলে অলরাউন্ডার সাকিব আছেন পাকিস্তানের সাবেক সুপারস্টার শহীদ আফ্রিদির সঙ্গে। একাদশে ভারতীয় ক্রিকেটার সর্বাধিক চারজন, শ্রীলঙ্কার তিনজন, পাকিস্তানের দুজন এবং বাংলাদেশ ও আফগানিস্তান থেকে একজন করে খেলোয়াড় অন্তর্ভুক্ত হয়েছেন।
দলের ওপেনিং জুটি গড়েছেন সনাথ জয়সুরিয়া ও মাহেলা জয়াবর্ধনে। এরপর ব্যাটিং অর্ডারে আছেন বিরাট কোহলি, সূর্যকুমার যাদব ও মহেন্দ্র সিং ধোনি। ছয় নম্বরে রাখা হয়েছে সাকিবকে, তার পরেই শহীদ আফ্রিদি। স্পিন আক্রমণে রশিদ খান, আর পেস বিভাগে উমর গুল, জাসপ্রিত বুমরাহ ও লাসিথ মালিঙ্গা আছেন। দ্বাদশ খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছেন পাকিস্তানের সাঈদ আজমল।
এই দল গঠনে শুধু আন্তর্জাতিক টি-টোয়েন্টি নয়, বরং সব ধরনের টি-টোয়েন্টি পারফরম্যান্স মূল্যায়ন করা হয়েছে। একই সঙ্গে কোনো দেশ থেকে সর্বাধিক চারজন খেলোয়াড় রাখার শর্তও ছিল।
অলরাউন্ড দক্ষতায় সাকিব আল হাসান দীর্ঘদিন ধরে বিশ্ব ক্রিকেটে নিজেকে প্রমাণ করেছেন। জাতীয় দলে তার অবদান যেমন দৃষ্টিগ্রাহ্য, তেমনি বিশ্বব্যাপী ফ্র্যাঞ্চাইজি লিগেও তিনি সমানভাবে কার্যকর। তাই বিশেষজ্ঞদের চোখে সাকিব পেয়েছেন এশিয়ার সর্বকালের সেরা টি-টোয়েন্টি একাদশে জায়গা।
এশিয়ার সর্বকালের সেরা টি-টোয়েন্টি একাদশ-
মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), সনাথ জয়সুরিয়া, মাহেলা জয়াবর্ধনে, বিরাট কোহলি, সুর্যকুমার যাদব, সাকিব আল হাসান, শহীদ আফ্রিদি, রশিদ খান, উমর গুল, জাসপ্রিত বুমরাহ ও লাসিথ মালিঙ্গা।
দ্বাদশ ব্যক্তি: সাঈদ আজমল।
Discussion about this post