স্বপ্নের মতো। ঠিক তাই এটি বিস্ময়কর এক গল্প। নিশ্চিত করেই এমন কিছু অপেক্ষায় আছে ভাবতেও পারেন নি তিনি। রোমাঞ্চের জন্ম দিয়ে নতুন এক ইতিহাস লিখলেন এমা রাডুকানু। অবাছাই হিসেবে খেলতে এসে জিতলেন বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম ইউএস ওপেন।
কানাডার লায়লা ফার্নান্দেজকে ফাইনালে উড়িয়ে দিয়ে লিখলেন নতুন এক রূপকথা। রোববার মেয়েদের এককে দুই কিশোরীর ফাইনালে ৬-৪, ৬-৩ গেমে জিতে জিতলেন এমা। অনন্য কীর্তি গড়লেন ১৮ বছর বয়সী এ ব্রিটিশ তারকা। গ্র্যান্ড স্ল্যামের ইতিহাসে বাছাইপর্ব পেরিয়ে প্রথম খেলোয়াড় হিসেবে শিরোপা জিতে ইতিহাস গড়লেন এমা। ৪৪ বছরের প্রতীক্ষা শেষে ব্রিটিশরা পেলো গ্র্যান্ডস্ল্যাম। শেষ ১৯৭৭ সালে উইম্বলডনে ভার্জিনিয়া ওয়েডের ফের গ্র্যান্ডস্ল্যামের নারী এককে ট্রফি জিতলেন কোন ব্রিটিশ।
শেষ ১০ ম্যাচে একটি সেটও হারেননি র্যাঙ্কিংয়ে ১৫০তম রাডুকানু। ১৩ নভেম্বর ১৯ বছর পূর্ণ করতে যাওয়া এই টেনিস সেনসেশন কীর্তি তিনি গড়েন একাধিক। মারিয়া শারাপোভার পর সবচেয়ে কম বয়সী হিসেবে গ্র্যান্ড স্ল্যাম জয়। ২০০৪ সালে শারাপোভা জিতেছিলেন উইম্বলডনে। ২০১৪ সালের সেরেনা উইলিয়ামসের পর প্রথম নারী হিসেবে কোনো সেট না হেরে ইউএস ওপেন জয়।
ইউএস ওপেন জিতে ১৫০ নম্বর থেকে এক লাফে র্যাঙ্কিংয়ে ২৩ নম্বরে উঠে আসছেন রাডুকানু। আর পুরস্কার হিসেবে পাচ্ছেন ১৮ লাখ পাউন্ড।
Discussion about this post