বাংলাদেশ ক্রিকেটের জন্য সুখবর। মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) আজীবন সদস্য পদ পেয়েছেন মাশরাফি বিন মর্তুজা। বুধবার আটটি টেস্ট খেলুড়ে দেশ থেকে নতুন ১৯ জন আজীবন সদস্যের নাম প্রকাশ করেছে এমসিসি। বাংলাদেশের সাবেক সফলতম অধিনায়ক আছেন এই তালিকায়।
ক্রিকেটের আইন প্রণেতা এমসিসি-র সম্মানসূচক আজীবন সদস্যপদ পেয়েছেন মাশরাফি বিন মর্তুজা। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে তাঁর এ সম্মাননা।
মাশরাফির আগে বাংলাদেশ থেকে দুজন পেয়েছিলেন এমসিসি-র সদস্যপদ। দুজনই সংগঠক। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সহ–সভাপতি রাইসউদ্দিন আহমেদ এক্ষেত্রে প্রথম। এরপর সদস্যপদ পান বিসিবি সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরী।
এই অর্জনের পর প্রতিক্রিয়ায় মাশরাফি বিন মর্তুজা বলেন, ‘এমসিসি’র সম্মানসূচক আজীবন সদস্যপদ পাওয়া আমার ক্রিকেট জীবনের অন্যতম বড় প্রাপ্তি। মহেন্দ্র সিং ধোনি, কেভিন পিটারসেন, যুবরাজ সিং, ডেল স্টেইন, রস টেইলর, ওয়েন মর্গ্যানের মতো গ্রেটদের সঙ্গে এই তালিকায় থাকতে পারা আনন্দের। বাংলাদেশের ক্রিকেটের জন্যও এটি স্বীকৃতি। সবার কাছে দোয়াপ্রার্থী, যেন সামনেও বাংলাদেশ ক্রিকেটের সম্মান ও মর্যাদা ধরে রাখতে পারি।’
এমসিসি তাদের রিপোর্টে মাশরাফিকে বোলিং অলরাউন্ডার হিসেবে উল্লেখ করা হয়েছে। যিনি দীর্ঘ ১৯ বছর দেশের হয়ে ইম্প্যাক্টফুল পারফরম্যান্স করেছেন। বাংলাদেশ ছাড়াও ইংল্যান্ড ও ভারতের ৫ জন করে এই সদস্য পদ পেলেন। এ তালিকায় জায়গা হয়েছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের।
১৯ জনের এই তালিকায় আরো রয়েছেন ভারতের মহেন্দ্র সিং ধোনি-যুবরাজ সিং-সুরেশ রায়না-মিতালি রাজ-ঝুলন গোস্বামী, পাকিস্তানের মোহাম্মদ হাফিজ, ইংল্যান্ডের অইন মরগ্যান-কেভিন পিটারসেন-লরা মার্শ, নিউজিল্যান্ডের রস টেইলর, দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইনসহ অনেকে।
ক্রিকেটের আইন প্রণেতা সংস্থা হিসেবে পরিচিত এমসিসি। বেশ কিছু কমিটির মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ম-কানুন, ক্রিকেট-সংক্রান্ত গবেষণা ও বিশ্লেষণ করে থাকে এই প্রতিষ্ঠানটি।
এমসিসি’র প্রধান নির্বাহী ও সচিব গাই ল্যাভেন্ডার নতুন সদস্যদের নিয়ে বলেন, ‘আমরা এমসিসি-এর সাম্মানিক আজীবন সদস্যদের নতুন দল ঘোষণা করতে পেরে রোমাঞ্চিত। এখানে যে নামগুলি ঘোষণা করা হয়েছে তারা আধুনিক সময়ের তারকা আন্তর্জাতিক খেলোয়াড় অঅরআমরা তাদের এখন আমাদের ক্লাবের সদস্য হিসাবে পেয়ে আনন্দিত।’
জাতীয় দলে দেখা না গেলেও মাশরাফি এখন খেলছেন ঘরোয়া ক্রিকেটে। প্রিমিয়ার লিগে তিনি লিজেন্ডস অব রূপগঞ্জের অধিনায়ক।
তালিকায় স্থান পাওয়া ক্রিকেটাররা হলেন
মেরিসা আগুইলেইরা – ওয়েস্ট ইন্ডিজ (২০০৮-২০১৯),
মাহেন্দ্র সিং ধোনি – ভারত (২০০৪-২০১৯),
ঝুলন গোস্বামী – ভারত (২০০২-২০২২),
জেনি গান – ইংল্যান্ড (২০০৪-২০১৯),
মোহাম্মদ হাফিজ – পাকিস্তান (২০০৩-২০২১),
রাচেল হেইনস – অস্ট্রেলিয়া (২০০৯-২০২২),
লরা মার্শ – ইংল্যান্ড (২০০৬-২০১৯),
ইয়ান মরগান – ইংল্যান্ড (২০০৬-২০২২),
মাশরাফি মুর্তজা – বাংলাদেশ (২০০১-২০২০),
কেভিন পিটারসেন – ইংল্যান্ড (২০০৫-২০১৪),
সুরেশ রায়না – ভারত (২০০৫-২০১৮),
মিতালি রাজ – ভারত (১৯৯৯-২০২২),
অ্যামি স্যাটারথওয়েট – নিউজিল্যান্ড (২০০৭-২০২২),
আনিয়া শ্রাবসোল – ইংল্যান্ড (২০০৮-২০২২),
যুবরাজ সিং – ভারত (২০০০-২০১৭),
ডেল স্টেইন – দক্ষিণ আফ্রিকা (২০০৪-২০২০),
রস টেলর – নিউজিল্যান্ড (২০০৬-২০২২)।
Discussion about this post