একেই বলে স্বেচ্ছা মৃত্যু। নিশ্চিত জয় থেকে খুব বেশি পথ দূরে ছিল না রাজশাহী কিংস। মনে হচ্ছিল খুলনা টাইটানসকে হারিয়ে জয়ে শুরু করতে যাচ্ছে তারা। কিন্তু ব্যাটসম্যানদের আত্মাহুতির দিনে ৩ রানের হারে মাঠ ছাড়তে হল ড্যারেন স্যামির দলকে।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আবুল হাসান রাজুর বোলিং ঝড়ে শুরুতে ব্যাট করতে নেমে ১৩৪ রানের শেষ খুলনা টাইটান্স। পরে রাজশাহী কিংস জবাব দিতে মুমিনুল হকের দুর্দান্ত হাফসেঞ্চুরির পরও তীরে তরী নিতে পারল না।
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বুধবার ৮ উইকেট হারিয়ে ১৩৩ রান করে খুলনা টাইটান্স। ৫ উইকেট নেন আবুল হাসান। পরে ১৩০ রানে অলআউট রাজশাহী। আর জয়ের নায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। বল হাতে শেষ দিকে রীতিমতো ম্যাজিক দেখালেন তিনি। এক পর্যায়ে শেষ ১২ বলে রাজশাহীর দরকার ছিল ১৩ রান, হাতে ৬ উইকেট। ঠিক তখনই রিয়াদ বল যাদুকরি খেলা দেখালেন। ম্যাচে ৬ রানে ৩ উইকেট তুলে নেন তিনি।
সংক্ষিপ্ত স্কোর-
খুলনা টাইটানস: ২০ ওভারে ১৩৩/৮ (মজিদ ১৫, পুরান ১৪, ওয়েসেলস ৩২, মাহমুদউল্লাহ ৩২, শুভাগত ৩, অলক ১১, আরিফুল ১৪, আসগর ৮*; সামি ০/২৩, মিরাজ ১/১৫, নাজমুল ০/২২, স্যামি ০/১৮, প্যাটেল ১/১৮, আবুল হাসান ৫/২৮)।
রাজশাহী কিংস: ২০ ওভারে ১৩৩ (মুমিনুল ৬৪, নুরুল ৪, সাব্বির ৪, আকমল ০, প্যাটেল ১০, স্যামি ৩১, আবুল হাসান ৩, ফরহাদ ৪, সামি ১, মিরাজ ০*, নাজমুল ০*; শফিউল ২/২৯, জুনাইদ ৪/২৩, আসগর ১/২১, মোশাররফ ০/২৪, শুভাগত ০/১০, মাহমুদউল্লাহ ৩/৬, অলক ০/১২)।
ফল: খুলনা টাইটানস ৩ রানে জয়ী
ম্যাচসেরা: মাহমুদউল্লাহ রিয়াদ
Discussion about this post