আক্ষেপ-এই শব্দটাই গত কিছুদিন ধরে জড়িয়ে ছিল তার নামের সঙ্গে। থাকবেই না কেন? একটুর জন্য যে তিনটি শতরান হাতছাড়া। নার্ভাস নাইনটিতে এসে সর্বনাশ। ৯১, ৯৫ এরপর ৯২। এভাবেই হতাশা সঙ্গী হয়েছে নাঈম ইসলামের। কিন্তু চতুর্থ দফায় এসে সফল লিজেন্ডস অব রূপগঞ্জের এই তারকা ক্রিকেটার। এবার শতরানে রাঙালেন তিনি।
এবারের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে নিজেদের প্রথম ৩ ম্যাচেই ফিফটি করেন নাঈম। সেই ৩ ইনিংসেই নব্বইয়ের ঘরে আউট। কিন্তু বৃহস্পতিবার চতুর্থ ম্যাচ খেলতে নেমে সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। সাভারের বিকেএসপিতে আবাহনী লিমিটেডের বিপক্ষে নাঈম পেলেন তিন অঙ্কের দেখা। এমন সাফল্য তো স্বপ্নেই ধরা দেয়!
নাঈমের শতরানের ম্যাচে আবাহনীর বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে ভাল পুঁজি পেয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। তারা ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে তুলেছে ২৯৭ রান।
বৃহস্পতিবার বিকেএসপির ৩ নম্বর মাঠে প্রতিপক্ষের আরাফাত সানির করা ইনিংসের ৪৩তম ওভারের প্রথম বলে লং অফে বল পাঠিয়ে নাঈম পৌঁছে যান তিন অঙ্কের ম্যাজিকেল ফিগারে। ৯৯ বলে পাওয়া সেঞ্চুরির ইনিংসে চার ছিল ১০টি ও ছক্কা ৩টি। এটি লিস্ট এ ক্যারিয়ারে তার ১১ নম্বর সেঞ্চুরি।
এর আগে ৪ চার ও ১ ছয়ে ফিফটি করেন ৭১ বল খেলে। পরের পঞ্চাশ রান ৬ চার ও ২ ছয়ে মাত্র ২৮ বলে। ৪৫তম ওভারে মোহাম্মদ সাইফউদ্দিনের বলে নাঈম আউট হন ১২৪ রানে। ১০৯ বলের ইনিংসে ছিল ১৪টি চার আর ৪টি ছয়। এছাড়া রূপগঞ্জের হয়ে দলের ভারতীয় ক্রিকেটার চিরাগ জানি করেন ৭৩ বলে ৪৯ রান। রকিবুল হাসান ২২, সাব্বির রহমান ২১ বলে ৩০, তানভীর হায়দার ১২ বলে ২৩ ও মাশরাফি বিন মর্তুজা করেন ১৭ রান। আবাহনীর মোসাদ্দেক হোসেন নেন দুটি উইকেট।
Discussion about this post