ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ফাইনাল মানেই বাংলাদেশ ক্রিকেট দলের জন্য দুঃস্বপ্নের অন্য নাম। যে কোনো টুর্নামেন্টে এর আগে বাংলাদেশ ফাইনালে উঠেছে ছয়বার। কোনো ফরম্যাটেই একবারও ট্রফি জিততে পারেনি টাইগাররা। বারবারই হতাশ হতে হয়েছে। ছয় ফাইনাল হারের পাঁচটিতেই ছিলেন মাশরাফি বিন মর্তুজা, নেতৃত্ব দিয়েছেন তিনটিতে। তাই নাগালে পেয়েও হারিয়ে ফেলার হতাশা তিনি খুব ভালো জানেন। যে কারণে এবার ভিন্ন কৌশল অবলম্বন করেছেন তিনি। শেষ পর্যন্ত মুখ খুলেন ম্যাশ। তিনি চোখ রাখছেন অধরা এ শিরোপায়।
শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিকালে ডাবলিনের মালাহাইডে নামছে বাংলাদেশ।
ত্রিদেশীয় সিরিজে এখন পর্যন্ত অপরাজিত বাংলাদেশ। প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছিল দল। আয়ারল্যান্ডের বিপক্ষে পরের ম্যাচ ভেসে গিয়েছিল বৃষ্টিতে। তবে তৃতীয় ম্যাচে আবার উইন্ডিজকে ৫ উইকেটে হারিয়ে এ টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে স্টিভ রোডসের শিষ্যরা।
ফাইনালের আগে মাশরাফি বলেন,, ‘যদি এখান থেকে জিতে বিশ্বকাপে যেতে পারি তাহলে ভালো হবে। দলের সবার মধ্যেই আত্মবিশ্বাস কাজ করবে। তিন জয়ে আমরা বেশ ফুরফুরে মেজাজে রয়েছি। ফাইনাল ম্যাচটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। এ জন্য ফাইনালের দিন আমাদের অনেক বেশি পরিশ্রম করতে হবে।’
ফাইনালের আগে দুশ্চিন্তার নাম সাকিব আল হাসানের চোট। বুধবার আয়ারল্যান্ডের বিপক্ষে ব্যাট করার এক পর্যায়ে এ বাঁহাতি পিঠের চোটে সমস্যায় পড়েন। ফিজিওর চিকিৎসা নিয়েও স্বস্তি পাননি তিনি। তাই বাধ্য হয়েই ড্রেসিং রুমে ফিরে যান। তবে আশার খবর, আজ খেলতেই চাচ্ছেন তিনি। এখন তার মাঠে নামা না নামা নির্ভর করছে টিম ম্যানেজমেন্টের ওপর।
বাংলাদেশকে কিছুটা হলেও চোটের সঙ্গে ভাবাচ্ছে বোলিং। ত্রিদেশীয় এ সিরিজে এখন পর্যন্ত বোলারদের ঠিক ছন্দে দেখা যায়নি। এবার নিশ্চয়ই মুস্তাফিজ-মাশরাফি-মিরাজরা নিজেদের সেরা দিয়েই অধরা ট্রফি এনে দেবেন দলকে।
Discussion about this post