দু’বছর আগে আক্ষেপ নিয়ে ফিরতে হয়েছিল সাজঘরে। এই শেখ আবু নাসের স্টেডিয়ামেই নার্ভাস ৯৭ রানে ধরেন সাজঘরের পথ! মাত্র তিন রানের জন্য টেস্ট সেঞ্চুরির আক্ষেপ! কিন্তু এবার মিস হল না। জিম্বাবুয়ের বিপক্ষে মঙ্গলবার তুলে নিলেন দারুণ এক শতরান।
এটি এই অলরাউন্ডারের টেস্ট ক্যারিয়ারের তৃতীয় শতরান।
সেই স্বভাবসুলভ ধাঁচে খেলেই তিন অঙ্কের ম্যাজিক্যাল ফিগারে পৌঁছে যান সাকিব।
অন্য প্রান্তে তামিম ইকবাল রয়ে সয়ে খেললেও তার ব্যাট ছিল সাবলীল। এভাবেই একসময় ৭১ বলে হাফসেঞ্চুরি তুলে নেন তিনি। এরপর ১৫৩ বলে সেঞ্চুরি। যাতে ছিল ১২ চার ও ৩ ছক্কা। শেষপর্যন্ত জিম্বাবুয়ের বিপক্ষ ১৩৭ রান করে সাকিব ধরেন সাজঘরের পথ।
এর আগে ২০১০ সালে নিউজিল্যান্ডে তুলে নিয়েছিলেন ক্যারিয়ারের প্রথম শতরান। পরের বছর পাকিস্তানের ফের ঝলসে উঠল তার ব্যাট।
মঙ্গলবার তার সঙ্গে আরেকটি শতরান যোগ হল।
খুলনায় সেঞ্চুরির পর অন্যরকমভাবে উদযাপন করলেন সাকিব। প্রথামত ব্যাট তুলে দর্শকদের অভিবাদনের জবাব দিতে দেখা গেল না বিশ্বসেরা এই অলরাউন্ডারকে। উড়ন্ত চুমু (ফ্লাইং কিস) দিয়ে উদযাপন করেন তিনি। দুই হাতে লাভ (ভালবাসার প্রতীক) আঁকেন তিনি।
পরে অবশ্য সাকিব তার অফিসিয়াল ফেসবুক পেইজে জানালেন, ভক্তদের জন্য সেঞ্চুরি উৎসর্গ করেছেন তিনি।
Discussion about this post