প্রথমে বসনিয়া, এরপর ইরান। আরো একবার দেখা মিলল লিওনেল মেসি ম্যাজিক। বুধবার নাইজেরিয়ার বিপক্ষেও দেখা গেল আর্জেন্টাইন খুদে যাদুকরের অসাধারন ফুটবল। করলেন জোড়া গোল। তাতেই নাইজেরিয়ার বিপক্ষে ৩-২ গোলে জিতল আর্জেন্টিনা। তিন ম্যাচেই সেরা ফুটবলার হলেন মেসি। অবশ্য এদিন দলের জয়সূচক গোলটি করেন মার্কোস রোহো। এটিই আন্তর্জাতিক ফুটবলে তার প্রথম গোল। নাইজেরিয়ার হয়ে দুটি গোলই করেন ফরোয়ার্ড আহমাদ মুসা।
অবশ্য এই ম্যাচের আগেই গ্রুপ ‘এফ’ থেকে দ্বিতীয় রাউন্ডে উঠা নিশ্চিত হয়েছিল আর্জেন্টিনার। তারপরও ছাড় দেয়নি ১৯৮৬ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা। তুলে নেয় দারুণ এক জয়।
৬৩ মিনিটে কোচ আলেসান্দ্রো সাবেলা তুলে নেন মেসিকে।
৯ পয়েন্ট নিয়ে শীর্ষে দুইবারের চ্যাম্পিয়নরা। অবশ্য ম্যাচ হেরেও চার পয়েন্ট নিয়ে এই গ্রুপ থেকে দ্বিতীয় রাউন্ডে উঠে গেল নাইজেরিয়া।
এদিকে গ্রুপের আরেক ম্যাচে ইরানের বিপক্ষে ৩-১ গোলে জয় তুলে নিয়ে অভিষেক বিশ্বকাপ মিশন শেষ করল বসনিয়া-হার্জেগোভিনা।
সালভাদরের অ্যারেনা ফন্তে নোভায় বসনিয়ার হয়ে গোল করেন এডিন জেকো, মিরালেম পিয়ানিক এবং আভদিজা ভারসাজেভি। ইরানের হয়ে একমাত্র গোলটি করেন রেজা ঘুশানেজাদ।
গ্রুপ ‘ডি’র তৃতীয় স্থানে থাকা বসনিয়ার পয়েন্ট ৩ আর ইরানের ১।
Discussion about this post