ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
একের পর এক দুঃসংবাদ পাচ্ছে মাশরাফি বিন মর্তুজার পরিবার। এবার এ তারকার মা-বাবা করোনায় আক্রান্ত হয়েছেন। এদিকে তার মামি এবং ছোট ভাইয়ের স্ত্রী করোনায় আক্রান্ত হয়েছেন।
মাশরাফি পরিবারের চার সদস্যের করোনা পজেটিভের সত্যতা নিশ্চিত করেছেন নড়াইলের সিভিল সার্জন ডা. আব্দুল মোমেন, ‘এমপি মহোদয়ের বাবা গোলাম মর্তুজা, মা হামিদা মর্তুজা ও তার মামী এবং ছোট ভাইয়ের স্ত্রীর নমুনা পরীক্ষা করা হয় ৭ আগস্ট। পরদিন অর্থাৎ ৮ আগস্ট এই চারজনের রিপোর্টই পজিটিভ এসেছে। যেহেতু তারা সবাই নড়াইলে মাশরাফির বাসায় আছেন। তাই বাড়তি সতর্কতা হিসেবে মহিষখোলার সেই বাসাটি লকডাউন করেছি।’
করোনায় আক্রান্ত হলেও মাশরাফির পরিবারের চার সদস্য সুস্থ আছেন বলে জানিয়েছেন ড. মোমেন, ‘তারা সবাই করোনা পজিটিভ হলেও শারীরিকভাবে তেমন কোনো সমস্যা নেই। সবাই বেশ সুস্থই আছেন। হাসপাতালে নেওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি। এখন নিয়ম মাফিক চিকিৎসা চলছে তাদের। আমরা প্রতিনিয়ত খোঁজ-খবর রাখছি।’
এর আগে ঢাকার মিরপুরের বাসায় মাশরাফি বিন মর্তুজা ও তার স্ত্রী সুমনা হক করোনায় আক্রান্ত হয়েছিলেন। বাসায় চিকিৎসা নিয়ে তারা দুজনেই পরে নেগেটিভ হন। এদিকে মাশরাফির ছোট ভাই মোরসালিন বিন মর্তুজাও করোনা পজিটিভ হয়েছিলেন। তিনিও বাসায় চিকিৎসা শেষে সুস্থ হয়ে উঠেন।
তারও আগে যশোরে সাকিব আল হাসানের বাবা-মাও করোনা আক্রান্ত হয়েছিলেন। মাগুরায় তাদের বাসাও বাড়তি সতর্কতা হিসেবে লকডাউন করা হয়।
Discussion about this post