পাকিস্তান দুঃস্বপ্নের ধাক্কা সামলে উঠার সুযোগ এখন বাংলাদেশের সামনে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আরেক প্রস্তুতি ম্যাচে মঙ্গলবার ভারতের মুখোমুখি বাংলাদেশ। পাকিস্তানের কাছে ২ উইকেটে হারের যন্ত্রণা ভুলতে এইতো সুযােগ। বিরাট কোহলির দলের বিপক্ষে লড়াইয়ে প্রস্তুত মাশরাফির দল। বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় লন্ডনের দ্য ওভালে শুরু হবে এই লড়াই। সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস।
আয়ারল্যান্ডে প্রস্তুতি পর্বটা অবশ্য মন্দ হয়নি বাংলাদেশের। কিন্তু ত্রিদেশীয় ক্রিকেট সিরিজ শেষে পাকিস্তানের বিপক্ষে লড়াইয়ে ভিন্ন অভিজ্ঞতা হল বাংলাদেশের। ৩৪১ রানের বড় পুঁজি নিয়েও জয় অধরা থাকল। শেষ মুহূর্তে ফাহিম আশরাফের ৩০ বলে চারটি করে চার ও ছক্কায় ৬৪ রানের ইনিংস সব শেষ করে দেয়।
ঘুরে দাঁড়ানোর এই লড়াইয়ে ভারতের সামনে কঠিন পরীক্ষা দিতে হবে মাশরাফিদের। আগের ম্যাচে ব্যাটসম্যানরা ঠিকই পাশ মার্ক পেয়েছেন। তামিম ইকবালের ব্যাট থেকে এসেছে দুর্দান্ত সেঞ্চুরি। কিন্তু হতাশ করেছেন বোলার আর ফিল্ডাররা। এবার সেই ধাক্কা সামলে উঠতে হবে। আসল লড়াই শুরুর আগে মনোবলটা চাঙ্গা করে নেয়ার এইতো সুযোগ।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচ হবে ১ জুন। ওভালে সেই ম্যাচে বাংলাদেশ খেলবে ইংল্যান্ডের বিপক্ষে। ৫ জুন একই মাঠে নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে টাইগাররা। গ্রুপপর্বে বাংলাদেশের শেষ ম্যাচ নিউজিল্যান্ডের বিপক্ষে। ৯ জুন কার্ডিফে সেই লড়াই।
Discussion about this post