আবুধাবিতে এবারের আইপিএলের উদ্বোধনী ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। শনিবার দুবাইয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে তারা হারল রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে। মুম্বাইকে ২০ ওভারে ৯ উইকেটে মাত্র ১১৫ রানেই আটকে রাখে ব্যাঙ্গালোর। তারপর ১৭.৩ ওভারে ৩ উইকেটে ১১৬ রান তুলে সহজেই ম্যাচ জিতে তারা। ব্যাঙ্গালোর তাদের প্রথম দুই ম্যাচেই জিতল।
টস হেরে ব্যাট করতে নামা মুম্বাইয়ের সম্বল ছিল মোটেই ১১৫ রান। আম্বাতি রাইডুর ৩৫ রান করেন। জবাব দিতে নেমে ব্যাঙ্গালোরের শুরুটা ভাল হয়নি। ১৭ রানে তারা হারায় ৩ উইকেট। অধিনায়ক বিরাট কোহলি এবং যুবরাজ সিং দু’জনই আউট হন শূন্য রানে। কোহলি আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে এখনও পর্যন্ত শূন্য রানে আউট হননি তিনি। আইপিএলে হলেন এবারই প্রথম কোন রান না করে ধরলেন সাজঘরের পথ।
তারা ফিরে গেলেও পার্থিব প্যাটেল এবং এবি ডি ভিলিয়ার্সের অবিচ্ছিন্ন ৯৯ রানের জুটিতেই ম্যাচ জিতে ব্যাঙ্গালোর। ৪৫ বলে ৫৭ রান করেন পার্থিব। ৪৫ রানে অপরাজিত ছিলেন ডি ভিলিয়ার্স।
সংক্ষিপ্ত স্কোর
মুম্বাই : ১১৫/৯, ২০ ওভার (রাইডু ৩৫, অ্যান্ডারসন ১৮, তারে ১৭, মাইক হাসি ১৬; স্টার্ক ২/২১, অ্যারন ২/৩০, চাহাল ২/১৭)।
ব্যাঙ্গালোর : ১১৬/৩, ১৭.৩ ওভার (পার্থিব ৫৭*, ডি ভিলিয়ার্স ৪৫*; জহির ২/২১)।
ফল : ব্যাঙ্গালোর ৭ উইকেটে জয়ী।
ম্যাচসেরা: পার্থিব প্যাটেল।
http://youtu.be/sFrXP-lfkmI
Discussion about this post