ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
করোনাভাইরাসের কারণে স্থবির ক্রীড়াঙ্গন। যে কারণে এরইমধ্যে বিশ্বের বেশ কয়েকটি ক্রিকেট বোর্ড নিজেদের কার্যালয় বন্ধ ঘোষণা করেছে। তবে ঐ সব সংস্থার কার্যক্রম যে যার বাড়ী থেকে চালাচ্ছে। সোমবার সে পথেই হাঁটল আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির (ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল) সদর দপ্তর। দুবাইয়ে আইসিসির হেডকোয়ার্টারে কর্মরত সবাইকে ঘরে বসে সকল কার্যক্রম সারার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।
এর আগেই বন্ধ করে দেয়া হয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড, দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড, ভারতীয় ক্রিকেট বোর্ড এবং ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের অফিস। পরামর্শ দেয়া হয়েছিল বাড়িতে বসে কাজ করার জন্য। এবার সে পথেই হাঁটল বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। আগামী শুক্রবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে এক জরুরি বৈঠকে বসবেন আইসিসির গভর্নিং বডির সদস্যরা। যেখানে সভাপতিত্ব করবেন আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহর এবং পরিচালনা করবেন প্রধান নির্বাহী মানু সাওনে।
মরণ ব্যাধি করোনার কারণে এরইমধ্যে সব দেশের ক্রিকেট সূচিতে দেখা দিয়েছে বিপর্যয়। তাই ব্যাপারটি নিয়ে ভাবছে আইসিসি। এ থেকে উত্তরণের জন্য আগামী শুক্রবার বৈঠকে বসবেন আইসিসি কর্মকর্তারা।
Discussion about this post