ওয়ানডে লড়াই শেষ। এবার টি-টুয়েন্টি মিশন। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ চট্টগ্রামে। এবার ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে টি-টুয়েন্টিতে প্রথম জয়ের অপেক্ষা। যদিও সবশেষ বার তাদের বিপক্ষে বড় ব্যবধানেই হেরেছে টাইগাররা। ২০২১ সালের বিশ্বকাপে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে বাংলাদেশ করেছিল ২৪ রান। জবাবে নেমে সেই ম্যাচে ৮ উইকেটে জয় তুলে নেয় ইংলিশরা।
সেই ব্যর্থতা পেছনে ফেলে ইংল্যান্ডের বিপক্ষে এবারই প্রথম কোনো সিরিজ খেলবে বাংলাদেশ। প্রস্তুত সাকিব আল হাসানের দল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বৃহস্পতিবার থেকে শুরু হবে তিন ম্যাচের এই সিরিজ। বাকি দুই ম্যাচ মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে ১২ ও ১৪ মার্চ।
টি-টুয়েন্টিতে বাংলাদেশ ব্যর্থতার পথেই হাটছে। এখন অব্দি ১৪৪টি টি-টুয়েন্টি ম্যাচ খেলে বাংলাদেশ জয় পেয়েছে ৪৯টিতে। ৯২টিতে হার। ৩টিতে ফল আসেনি। টি-টুয়েন্টিতে এর আগে মাত্র একবার মুখোমুখি হয়েছিল দুই দল। টি-টুয়েন্টি বিশ্বকাপের সেই ম্যাচে বাংলাদেশ হেরেছিল ৮ উইকেটে।
এই ম্যাচের আগে কোচ চন্ডিকা হাথুরুসিংহে চোখ রাখলেন আগামীর দিকে। ম্যাচের আগের দিন বুধবার বলছিলেন, ‘আমি এই দলকে আজ দেখেছি। এটা ২০২৪ বিশ্বকাপের যাত্রা শুরু হলো মাত্র। এক সুত্রে গাঁথার জন্য অনেক কাজ করতে হবে। আমাদের কি আছে, কোথায় উন্নতি করতে হবে এবং কি পরিকল্পনায় এগোতে হবে সব বের করতে হবে। এটা মাত্রই শুরু।’
এবার টি-টুয়েন্টি দলে সাকিবের নেতৃত্বে এক ঝাঁক তরুণ খেলবেন। তামিম ইকবাল আগেই অবসর নিয়েছেন। মুশফিকুর রহিম বিশ্বকাপের পর বিদায় নিয়েছেন ২০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেট থেকে। মাহমুদউল্লাহ রিয়াদ অবসর না নিলেও দলে জায়গা হয়নি।
দলে আছেন তরুণ ক্রিকেটার রনি তালুকদার, শামীম পাটোয়ারি, তানভীর ইসলাম, তৌহিদ হৃদয় ও রেজাউর রহমান রাজা। তাদের নিয়েই কঠিন চ্যালেঞ্জে সাকিব।
Discussion about this post