পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে সাসেক্সে দশ দিনের কন্ডিশনিং ক্যাম্প করেছে বাংলাদেশ ক্রিকেট দল। সেই মিশন শেষে রোববার বেলফাস্টে পৌঁছেছে টাইগাররা। সেখানেই স্বাগতিক আয়ারল্যান্ড আর নিউজিল্যান্ডের সঙ্গে ত্রিদেশীয় ক্রিকেট টুর্নামেন্ট। দেশ থেকে দলের সঙ্গে যোগ দিয়েছেন সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমান।
তবে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে ছাড়াই বেলফাস্টের উদ্দেশ্যে বিমানে উঠে বাংলাদেশ দল। স্ত্রী-সন্তান অসুস্থ থাকায় দেশে ফিরে আসেন তিনি। এরপর শুক্রবার উড়াল দেন লন্ডনে। এদিকে প্রযুক্তিগত সমস্যার কারণে রোববার বিলম্বিত হয় বাংলাদেশ দলের আয়ারল্যান্ড যাত্রা।
আয়ারল্যান্ডে ত্রিদেশীয় ক্রিকেট সিরিজের প্রস্তুতি সোমবার শুরু করবে বাংলাদেশ। তারপর ১০ মে স্থানীয় দলের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। ১২ মে আইরিশদের বিপক্ষে ম্যাচ দিয়ে তিন জাতি সিরিজের মিশন শুরু হবে মাশরাফিদের।
এই সিরিজ ও আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতির জন্য সাসেক্সে দশ দিনের কন্ডিশনিং ক্যাম্প করে বাংলাদেশ। এই ক্যাম্পে থাকা অবস্থায় প্রস্তুতিটা বেশ ভাল হয়েছে মুশফিকদের। স্থানীয় দুটি দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচও খেলে দল। সেখানে অবশ্য মাশরাফির সঙ্গে ছিলেন না সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান।
২৪ মে ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। তারপরই মিশন ইংল্যান্ড। ১ জুন সেখানে শুরু চ্যাম্পিয়ন্স ট্রফি।
Discussion about this post