ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
শেষ হয়েছে এক মাসেরও বেশি সময় চলা বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উন্মাদনা। শুক্রবার রাতে ঢাকা ডায়নামাইটস আর কুমিল্লা ভিক্টােরিয়ানসের ম্যাচে শেষ এই ফ্রাঞ্চাইজি ক্রিকে। কিন্তু বিশ্রামের সুযোগ নেই ক্রিকেটারদের। শনিবার সন্ধ্যায় মাশরাফি বিন মর্তুজারা উড়াল দিচ্ছেন নিউজিল্যান্ড মিশনে। এরআগেই কিউইদের দেশে পৌঁছে গেছেন মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, সাব্বির রহমান, লিটন দাস আর নাঈম হাসানরা।
এবার মাশরাফির সঙ্গে তামিম ইকবাল, সাকিব আল হাসান ছাড়াও নিউজিল্যান্ড যাচ্ছেন রুবেল হোসেন ও মোহাম্মদ সাইফউদ্দিন। শুক্রবার সকালে অবশ্য ওয়ানডে দলের শফিউল ইসলাম ও মোহাম্মদ মিথুনের সঙ্গে টেস্ট দলের মুমিনুল হক ও সাদমান ইসলাম চলে যান নিউজিল্যান্ডে।
প্রস্তুতি ম্যাচে খেলতেই চটজলদি দেশ ছাড়লেন তারা।
গত বৃহস্পতিবার নিউজিল্যান্ডে পা রাখেন মুশফিকুর রহীমরা। ক্রাইস্টচার্চে অনুশীলন করেছেন তারা। এরমধ্যে শনিবারই দিনের একটি প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে দলটি। মাশরাফি, তামিম, সাকিবরা প্রস্তুতি ছাড়াই খেলতে নামবেন ওয়ানডেতে।
বাংলাদেশের নিউজিল্যান্ড সফরে ১৩ ফেব্রুয়ারি প্রথম ওয়ানডে। ১৬ ফেব্রুয়ারি ক্রাইস্টচার্চ এবং ২০ ফেব্রুয়ারি ডানেডিনে শেষ দুই ম্যাচ। এরপরই নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ। যার প্রথমটি শুরু ২৮ ফেব্রুয়ারি হ্যামিল্টনে। ৮ মার্চ ওয়েলিংটনে দ্বিতীয় ও ১৬ মার্চ তৃতীয় ও শেষ ক্রাইস্টচার্চে।
Discussion about this post