ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
দশ দেশকে নিয়ে দ্বাদশ বিশ্বকাপ ক্রিকেট লড়াই শুরু হবে ৩০ মে। তার আগে বৃহস্পতিবার থেকেই আনুষ্ঠানিকভাবে দ্বায়িত্ব নিয়েছে আইসিসি। দলগুলোও পাচ্ছে আতিথিয়েতা। চূড়ান্ত প্রস্তুতির অংশ হিসেবে শুক্রবার থেকে আনুষ্ঠানিক অনুশীলন ম্যাচ শুরু করছে দলগুলো। ইংল্যান্ড ও ওয়েলসের একাধিক ভেন্যুতে চলবে ম্যাচগুলো।
প্রতিটি দলের জন্য দুটি করে ম্যাচ রেখেছে- আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
শুক্রবার অনুষ্ঠিত হবে দুটি অনুশীলন ম্যাচ। ব্রিস্টলে পাকিস্তানের সঙ্গে লড়বে আফগানিস্তান। কার্ডিফে দক্ষিণ আফ্রিকার প্রতিপক্ষ শ্রীলংকা। বাংলাদেশ দুটি অনুশীলন ম্যাচে পাকিস্তান ও ভারতের বিপক্ষে ২৬ ও ২৮ মে। দুটি ম্যাচেরই ভেন্যু কার্ডিফ।
পাঁচ দিনের ক্যাম্প শেষে লিস্টার থেকে কার্ডিফে পৌঁছেছে বাংলাদেশ দল। কেনিংটনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে ২ জুন বিশ্বকাপ মিশন শুরু করবে মাশরাফি বিন মর্তুজার দল।
২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালিস্ট বাংলাদেশ এবার অন্তত সেমি-ফাইনালে খেলতে চায়। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে অপরাজিত চ্যাম্পিয়ন হিসেবে হয়ে আত্মবিশ্বাসটাও আকাশ ছোঁয়া। ২০১৮ সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত ২৭টি ম্যাচে অংশ নিয়ে ১৭টিতেই জিতেছে বাংলাদেশ। গত দেড় বছরের জয় পরাজয়ের পরিসংখ্যানে টাইগারদের অবস্থান তৃতীয়। ৩৫ ম্যাচের মধ্যে ২৪টিতে জয় নিয়ে এই তালিকার শীর্ষে স্বাগতিক ইংল্যান্ড। ৩৩ ম্যাচের ২২টিতে জয়ে দ্বিতীয় ভারত।
Discussion about this post